শার্শা (যশোর) প্রতিনিধি : “এসো এই আঙিনায়, মুক্তির মোহনায়”, “আসুন ইসলামী সমাজ গড়ি”, “আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করি”, “ইসলামই শান্তি, ইসলামই মুক্তি”— এই স্লোগানগুলোকে ধারণ করে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দাওয়াতি গণসংযোগ ও ঠান্ডা পানি বিতরণ কর্মসূচি।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জিরো পয়েন্ট সংলগ্ন রূপালী ব্যাংকের সামনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রচণ্ড দাবদাহের মধ্যে পথচারী ও স্থানীয়দের মাঝে ঠান্ডা পানি বিতরণ করে দলটি, যা পথচারীদের মাঝে প্রশংসা কুড়ায়।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, তারবিয়াত বিভাগের সভাপতি ফিরোজ আল মাহবুদ, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বিলালি, সেক্রেটারি তবিবর রহমান, ইউনিয়ন জামায়াত নেতা বারবার কারাবরণকারী নজরুল ইসলাম, কাইবা ইউনিয়নের সেক্রেটারি গাজি রুহুল আমিন, যুব বিভাগের সেক্রেটারি মনিরুজ্জামান, শংকরপুর ইউনিয়ন জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রতিনিধি এবং সাবেক ছাত্রনেতা সাজু আহমেদ।

নেতারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই প্রতিবছর এই সময় তারা এ ধরনের মানবিক কার্যক্রম হাতে নেন। তাদের ভাষায়, “নৈতিকতা, সহমর্মিতা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস। ইসলাম মানুষের কল্যাণের জন্যই এসেছে, সেটিই আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই।”
তারা আরও জানান, গত বছর একই দিনে কর্মসূচি চলাকালে কয়েকজন নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ‘অন্যায়ভাবে’ গ্রেফতার হন, যা স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। তবে এবছর পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, “কুরআনের আলোকে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন আমরা লালন করি। সেই লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”