ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে চলছে তীব্র তাপদাহ এতে করে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরম থেকে বাঁচতে কেউবা টিউবওয়েল বা শ্যালো মেশিনে ঘন ঘন গোসল করছেন কেউবা খাচ্ছেন আখের রস। তবে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন তীব্র এই গরম থেকে পরিত্রাণে রঙিন কাপড় পড়া থেকে বিরত থাকা সহ ফলের রস বা তরল জাতীয় খাদ্য বেশি বেশি খাইতে হবে।

আজ শনিবার গ্ৰাম অঞ্চলে গিয়ে চোখে পড়লো অনেকেই বড় গাছের ছায়ার তলে বসে গল্প গুজবে মেতে বিশ্রামে আছেন। একটু দুরে চোখে পড়লো এক পথচারী শ্যালো মেশিনের পানিতে চোখ মুখ ধুয়ে ফেলছেন আরেকজন পানিতে গোসল করছেন কিছুটা প্রশান্তির আসায়। যদিও আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইটের মাধ্যমে জানা গেছে এই তাপদাহ বেশ কিছু দিন পর্যন্ত চলমান থাকবে এসময় কালে হয়তবা বৃদ্ধিও পেতে পারে তাপমাত্রা। সেই সাথে দেখা মিলতেও পারে বৃষ্টির।

শনিবার চরভদ্রাসনে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তীব্র গরমে মানুষের পাশাপাশি প্রাণিকুলও অস্থির।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃহাফিজুর রহমান বলেন, তীব্র তাপদাহের ফলে মানব দেহে শ্বাসকষ্ট, গা ঘেমে যাওয়া, মাথাব্যথা, শরীরে জ্বালাপোড়া, পানি তৃষ্ণা বেড়ে যাওয়া সেই সাথে প্রেসার কমে আসবে, শক্তি কমে যাবে জনজীবন অতিষ্ট হয়ে পড়বে।
তিনি আরো বলেন, এ সমস্ত নিরাময়ে প্রচুর পরিমাণ তরল খাদ্য ফলের রস, ফলের জুস, ডাবের পানি ও ছায়াযুক্ত জায়গায় অবস্থান সেই সাথে রঙিন পোশাক পরিধান না করার পরামর্শ তার।