বিজিবির জনকল্যাণমুখী উদ্যোগ  : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জোনের প্রান্তিক জনগোষ্ঠী ও শিক্ষার্থীদেরকে আর্থিক অনুদান, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান এবং সেলাই মেশিন বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রাঙামাটি) : দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য জনপদে বসবাসরত পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় নাইক্ষ্যংছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অনুদান, শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ সোমবার  ২৮ এপ্রিল,  বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জোনের আওতাধীন এলাকায় বসবাসরত ৭৫ জন প্রান্তিক পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেন।


বিজ্ঞাপন

এ সময় অত্র জোনে‌র আওতাধীন এলাকার ৩৪ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ ও অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন এলাকায় বসবাসরত আর্থিকভাবে অসচ্ছল একজন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে অত্র জোনের সহকারী পরিচালক মোঃ আল আমিনসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *