মনিরামপুরে খেলতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মনিরামপুর  যশোর প্রতিনিধি :  বাড়ির উঠানে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রায়সা খাতুন নামের ১৮ মাসের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার ডাকুরিয়া ইউনিয়নের গাবুখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রায়সা খাতুন উপজেলার গাবুখালী গ্রামের রাজু আহম্মেদের ছোট মেয়ে।


বিজ্ঞাপন

জানা যায়, সোমবার সকালে মায়ের সাথে বাড়ির উঠানে খেলা করছিলো ছোট্ট রায়সা। এসময় মায়ের চোখের আড়ালে গিয়ে ঘরের পাশে বৈদ্যুতিক আর্থিং এ হাত দেয় সে এবং কিছুক্ষনের মধ্যে নিথর হয়ে পড়ে। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় হাসপাতাল এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।


বিজ্ঞাপন

মৃতের চাচা রাজিব আহম্মেদ জানান, আমি সকালে কাজে বের হয়ে গেছি কিছুক্ষণ পরে ফোন করে বলা হয় রায়সা অসুস্থ। এরপর হাসপাতালে এসে দেখি আমার ভাইজি মারা গেছে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস জানান, সকালে মৃত অবস্থায় রায়সা নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তার ডানহাতে ক্ষতচিহ্ন রয়েছে। শরীরের আলামত দেখে ও পরিবারের কাছ থেকে জেনেছি সে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছে।


বিজ্ঞাপন

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যুর খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলাম। পরে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। মনিরামপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *