বাংলাদেশের প্রধান বিচারপতি আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনা সভায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান 

Uncategorized আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক  : গতকাল সোমবার  ২৮ এপ্রিল, বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয় নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবিতে (New York University Abu Dhabi) অনুষ্ঠিত “ Climate Justice and the Constitution: Reflections from the Global South ”-শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে New York University Abu Dhabi সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আগত ছাত্র, শিক্ষক, আইনজ্ঞ, আইনজীবী, অন্যান্য পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবির (New York University Abu Dhabi) আইন বিভাগের অধ্যাপক পাবলস এলেফথেরিয়াডিস (Pavlos Eleftheriadis)। অনুষ্ঠানটিতে মূলত বাংলাদেশের মতো পরিবেশগত ঝুঁকির শিকার উন্নয়নশীল দেশগুলির দৃষ্টিকোণ থেকে সংবিধান, মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনের মধ্যকার সম্পর্ককে বিশ্লেষণ করা হয়।


বিজ্ঞাপন

প্রধান বিচারপতি  তাঁর ভাষণে বলেন, জলবায়ু সংকট কেবল একটি পরিবেশগত জরুরি অবস্থা নয়, বরং এটি একটি ন্যায়বিচার সংশ্লিষ্ট সংকটও বটে। তিনি উল্লেখ করেন, ইতিহাস পর্যালোচনায় উন্নত দেশগুলো কার্বন নিঃসরণে সবচেয়ে বেশি ভূমিকা রাখলেও আজ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের মুখে পড়েছে তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণকারী উন্নয়নশীল দেশগুলো।

তিনি তাঁর বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত প্রথম পর্যায়ের প্রাথমিক পরিবেশ ন্যায়বিচার আন্দোলন (Early Environmental Justice Movements in the United States) থেকে শুরু করে কোচাবাম্বার People’s Agreement of Cochabamba and the Universal Declaration of the Rights of Mother Earth সংক্রান্ত জলবায়ু ন্যায়বিচার এর ধারাবাহিক বিকাশের ইতিহাস তুলে ধরেন।

বাংলাদেশের সংবিধানে পরিবেশ সুরক্ষার প্রতি দেশের অঙ্গীকারের প্রতি গুরুত্বারোপ করে মাননীয় প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত সক্রিয়ভাবে পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন স্থায়ী আইনগত উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষত, বিপজ্জনক শিল্পগুলির ক্ষেত্রে যেমন জাহাজ ভাঙ্গা শিল্পে (Ship- breaking Industry) পরিবেশগত মান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের উচ্চ আদালত কর্তৃক বিভিন্ন গুরুত্বপূর্ণ রায় প্রদানের কথা তিনি উল্লেখ করেন।

তিনি তাঁর নিজের দেওয়া রায়সহ কিছু গুারুত্বপূর্ণ রায় উল্লেখ করে দেখান যে, কীভাবে পরিবেশগত অধিকারগুলোকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বাংলাদেশের বিচার বিভাগ নেতত্ব দিয়েছে। তিনি দক্ষিণ এশিয়া ও অন্যান্য দেশগুলি বিশেষ করে আর্জেন্টিনা, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকার সংবিধানিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রবর্তিত নীতির তুলনা করেন।

প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় প্যারিস চুক্তির কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহায়তায় শক্তিশালী আর্থিক ও আইনি কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বিশেষ গুরুত্বের সাথে তুলে ধরেন।

তিনি জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের বাস্তুচ্যুতি, ক্ষতি ও ক্ষতিপূরণ বিষয়ে আলোচনা করেন এবং পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে একটি বৈশ্বিক নৈতিক মানদণ্ড গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রাকৃতিক দুর্যোগের মুখে বাস্তুচ্যুত জনগণের জীবন, আশ্রয় ও জীবিকা সুরক্ষিত রাখতে সক্ষম এমন আইনগত কাঠামো প্রবর্তনের উপর গুরুত্বারোপ করেন।

ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের প্রতি এক শক্তিশালী বার্তা দিয়ে প্রধান বিচারপতি বলেন,  “জলবায়ু ন্যায়বিচার এখন আর কোনো বিলম্বিত আদর্শ নয়, বরং এটি একটি সংবিধানিক অঙ্গীকার”( Climate Justice is no longer a deferred ideal. It is a constitutional imperative)। তিনি নতুন প্রজন্মের আইনজীবী ও বিচারকগণদের উদ্দেশ্যে আহ্বান জানান যাতে তাঁরা আইন প্রণয়ন, আইনের প্রয়োগ এবং বিচার প্রক্রিয়ায় পরিবেশ সুরক্ষার প্রতি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন।

প্রধান বিচারপতির বক্তৃতাটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আইন ও ন্যায়বিচারের ধারণায় নতুন মাত্রা যোগ করে যা এ বিষয়ে গবেষণায় আগ্রহীদের পথনির্দেশ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *