নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের মরণ ছোবল থেকে তরম্নন সমাজকে রক্ষার জন্য ঢাকা মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) এর জোরালো কার্যক্রম অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জনাব শামীম আহম্মেদ, উপপরিচালক, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান ও পরিদর্শক আব্দুলাহ আল মামুন,ধানমন্ডি সার্কেল এর নেতৃত্বে একটি চৌকশ টিম গঠন করে আজ বুধবার ৩০ এপ্রিল অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে হাতিঝিল থানাধীন মালিবাগ হতে আব্দুল্লাহপুর রোডে পূর্ব রামপুরা মোল্লা টাওয়ার এর সামনে রাস্তার উপর আব্দুল্লাপুরগামী শ্যামলী পরিবহণ বিসনেস ক্ল্যাসিক নামীয় যাত্রীবাহী বাস যার গাড়ি নং-ঢাকা মেট্রো-ব-১৪-৩৯৬৮ তল্লাসি করে ১৫৬০০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ২ জন আসামীকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার হতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আন্ত: জেলা বাসের পরিবহণ শ্রমিকদের একটি অংশ মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে, যার মাধ্যমে মাদকের বিস্তার ঘটছে।
অভিযানে জব্দকৃত আলামত সমুহ যথাক্রমে, একটি শপিং ব্যাগের মধ্যে স্কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৭৮টি সাদা জিপারযুক্ত পলিপ্যাকেটে ভিতর প্রতিটি পলিপ্যাকেটে, এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২০০ (দুইশত) পিস করে সর্বমোট ২০০X৭৮= ১৫,৬০০ (পনের হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট, যার সর্বমোট ওজন- ১,৫৬০ (এক হাজার পাঁচশত ষাট) গ্রাম।, VIVO Y20 নামীয় এন্ড্রয়েড মোবাইল ফোন ১(এক)টি (৩) OPPO A3X নামীয় এন্ড্রয়েড মোবাইল ফোন ১(এক)টি
গ্রেফতারকৃত আসামীদের তথ্য যথাক্রমে, শাহিন (৩১), পিতা-মো: আ: মজিদ শেখ, ডাকঘর- গোবিন্দপুর, থানা- সাথিয়া, জেলা- পাবনা। সঞ্জিত রাজবংশী (৩৫), পিতা- সুশীল রাজবংশী, ডাকঘর- কৈতরা, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক পরিদর্শক, ধানমন্ডি সার্কেল আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে হাতিরঝিল থানায় মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) এর অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা ।