বাগেরহাটের শরণখোলায় কুকুরের কামড়ে আহত ৫০, হাসপাতালে নেই ভ্যাকসিন

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

নইন আবু নাঈম তালুকদার (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলা উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েই চলেছে। গত ১০ দিনে কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তরা বলছেন, রাস্তাঘাট, হাটবাজার এমনকি মসজিদেও যেতে ভয় পাচ্ছেন মানুষজন।


বিজ্ঞাপন

আহতরা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ইনজেকশন না থাকায় তাদেরকে ব্যক্তিগতভাবে বেশি দামে ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে।


বিজ্ঞাপন

স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আশফাক হোসেন জানান, প্রতিদিনই কুকুরে কামড়ানো রোগী আসছেন, কিন্তু ভ্যাকসিন না থাকায় চিকিৎসা ব্যাহত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো ভ্যাকসিন মেলেনি।


বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *