ডিজিটাল পদ্ধতিতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে হাজিরা দিলেন এড. তাপস

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা)  :  আদালত প্রাঙ্গণে বিজ্ঞ আইনজীবীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আজ ৩০ এপ্রিল বুধবার সকাল থেকে ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিচ্ছেন কুমিল্লার আইনজীবীরা। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান।


বিজ্ঞাপন

জানা যায়- প্রেসিডেন্ট ইসমাইল নিয়মিত কল্যাণ তহবিলের টাকা বন্টনে এবং অন্যান্য কার্যক্রম পরিচালনায় অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানোর নিমিত্তে কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিজ্ঞ আইনজীবীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে জেলা আইনজীবী সমিতি ভবনে একাধিক ডিজিটাল হাজিরা মেশিন বসানো হয়েছে।


বিজ্ঞাপন

নিয়মিত আইনজীবীদের বাৎসরিক উপস্থিতি গণনার জন্যই এ পদ্ধতি চালু করা হয়েছে। আরও জানা যায়- দৈনিক দুই বার ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিতে হবে অর্থাৎ আদালত অঙ্গনে প্রবেশ করে একবার এবং আদালত প্রাঙ্গণ থেকে বাহির হওয়ার সময় আরেকবার।


বিজ্ঞাপন

তাই জেলা আইনজীবী সমিতির নিয়ম অনুযায়ী গতকাল ২৯ এপ্রিল মঙ্গলবার বিকেলবেলা রেজিষ্ট্রেশন করিয়া ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ এডভোকেট তাপস চন্দ্র সরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *