গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান মে দিবস -২০২৫ পালিত 

Uncategorized আইন ও আদালত ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ পালিত হয়েছে।


বিজ্ঞাপন

গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান রং – বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার শপথ বৈরাগী।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোওয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান, গোপালগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের উপ-মহাপরিদর্শক এইচ.এম. শাহাদাত।


বিজ্ঞাপন

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন জে.কে পলিমার ইন্ডাস্ট্রিজ- এর জিএম মোঃ কুতুব উদ্দিন, উরফি এ্যাপারেল লিমিটেড এর কোয়ালিটি ম্যানেজার বদরুল ইসলাম রিয়াজ ও অপারেটর রুপা খানম।

👁️ 5 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *