কুড়িগ্রামের চিলমারীতে মহান মে দিবস পালিত

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি  :   “দুনিয়ার মজদুর এক হও এক হও ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায়, কুড়িগ্রামের চিলমারীতে মহান মে দিবস-২০২৫ পালিল হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১লা মে) সকাল ৯ টায়  উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের স্ব-স্ব কার্যালয়ে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে রেলী বের করে উপজেলা প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করেন। এবং কেন্দ্রীয় শহিদ মিনারে সকল শহিদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ করেন।


বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, রংপুর বিভাগ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংকলনী-কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, চিলমারী নদীবন্দর ঘাট কুলি শ্রমিক ইউনিয়ন, চিলমারী উপজেলা লোড-আনলোড লেবার ইউনিয়ন, থ্রি-হুইলার জিএস শ্রমিক কল্যাণ সমবায় সমিতি ও চিলমারী সিএনজি থ্রি-হুইলার চালক শ্রমিক ইউনিয়ন।


বিজ্ঞাপন

পুষ্পমাল্য অর্পন শেষে এক মিনিট নিরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

পরে পৃথক পৃথক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহেদ আলী, সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, ক্যাশিয়ার সুলতান মাহমুদসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *