শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করতে হবে ১ মে দিবসের উদ্বোধন ও শ্রমিক দিবসের আলোচনা সভায় —–মাওলানা আব্দুল বাছিত আজাদ

Uncategorized ইতিহাস ঐতিহ্য জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  আজ বৃহস্পতিবার  ১ মে  খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, শ্রমিকদের জন্য সবাই আন্দোলন করছে। দেশের যে উন্নতি ও রাজস্ব আয় হচ্ছে তার অধিকাংশ দেশের শ্রমজীবি এবং প্রবাসে কর্মরত শ্রমিকদের উপার্জিত আয়ের মাধ্যমে হচ্ছে। দেশের উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করছে শ্রমিকদের প্রচেষ্টার উপর। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন রুদ্ধ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। তাদের চাকুরির নিরাপত্তা নিশ্চিত করতে। যখন তখন ছাটাই করা বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫হাজার টাকা নির্ধারণ করতে হবে।


বিজ্ঞাপন

আয় ও উৎপাদন বৃদ্ধি করতে হলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্প-কারখানার মালিকানার একটি অংশও তাদের দিতে হবে। ইসলামী শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে সম্ভব ঐক্যবদ্ধভাবে শ্রমিক-মালিক মিলে দেশের উন্নতি সাধন করা। সরকার আইন করে শ্রমিকদের আন্দোলন নিষিদ্ধ করার চক্রান্ত করলে শ্রমজীবি মানুষকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে।


বিজ্ঞাপন

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ উপরোক্ত কথাগুলো বলেন।


বিজ্ঞাপন

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে দুপুর ৩টায় রাজধানীর নয়াপল্টন এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম। ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহজা¦ নুর হোসেন, আমির আলী হাওলাদার, হাফেজ নুরুল হক, কাজী আরিফুর রহমান মাওলানা সর্দার নেয়ামত উল্লাহ, সেলিম হোসাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে খেলাফত মজলিসের দাওয়াত ও গণ সংযোগ মাস মে-২০২৫ উপলক্ষে রাজধানীর পল্টন এলাকায় কর্মসূচি উদ্বোধন করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *