পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় জমিজমার বিরোধে শত্রæতায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিজিবি সদস্য হলেন, উপজেলার বাগজানা গ্রামের মৃত আঃ হালিম মুন্সির ছেলে মোঃ অহিদুজ্জামান লুটু (৪৮)। আহতবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রতিকারের আশায় তিনি থানায় লিখিত অভিযোগের পাশাপাশি সংবাদ সম্মেলণ করেন।

থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলণে লুটু বলেন, চাকরী শেষে আমি রেন্ট-কারের ব্যবসা করে আসছি। পহেলা মে দিবাগত রাত আড়াই টার সময় রংপুর থেকে ভাড়া শেষে বাগজানা গ্যারেজে গাড়ি রাখার এসময় একই এলাকার মৃত সাহার আলীর ছেলে কালু মিয়া (২৫), বুলু মিয়া (৩০), আফজাল হোসেন (৬০) এবং মৃত আমজাদ আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এসে আমার পথ রোধ করে।

এসময় সাখাওয়াতের হুকুমে অন্যরা অকথ্য ভাষায় গালমন্দ করে এবং আমাকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে বাঁশ ও কাঠের বাটাম দিয়ে বেদম মারধর করে। তাদের আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়লে হকিস্টিক দ্বারা আমার মাথায় আঘাত করার চেষ্টা করলে তা প্রতিহত করতে গেলে হাতে গুরুত্বর আঘাত পাই। এবার বেঁচে গেলেও সুযোগ পেলে তোকে মেরে লাশ গুম করারও হুমকী। আমাকে ভয়ভীতি প্রদান সহ আমার গাড়ি ও মোবাইল ভাংচুর করে তারা।

ন্যায় বিচারের আশায় আমি থানায় অভিযোগ সহ সংবাদ সম্মেলণ করলাম বলেন বিজিবি সদস্য লুটু। অভিযোগের বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, আমি মাদ্রাসার চাকুরী করি। অত রাতে তাদের মধ্যে যে বাকবিতান্ড হয়েছে আমি সকালে জানতে পারি। তাদের অভিযোগ সর্ম্পূন মিথ্যা ও বানোয়াট।
পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।