নড়াইলে টিসিবির পণ্যের মোড়ক বদল করে বিক্রি করায় দোকানি মনিরুলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Uncategorized অনিয়ম-দুর্নীতি অন্যান্য অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদরের দুর্গাপুরে টিসিবির পণ্যে নতুন মোড়ক লাগিয়ে বিক্রি করার অপরাধে এক দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ মে) বুধবার এ অভিযান পরিচালনা করেন,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সোহানুর রহমান সেতু। জানা যায়,দোকানি মনিরুল ইসলাম,দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি টিসিবির সয়াবিন তেল ও মশুর ডাল মজুদ করে বিক্রি করছিলেন। এমন খবর পেয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ দল দুর্গাপুর এলাকার একটি মুদি দোকানে অভিযান চালায়। অভিযানে টিসিবির স্টিকারযুক্ত ৪৮ বোতল দুই লিটারের সয়াবিন তেল (মোট ৯৬ লিটার) এবং ৮০ কেজি মশুর ডাল জব্দ করা হয়। দোকানি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২৬ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ মালামাল রাষ্ট্রীয় হেফাজতে নেয়া হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান ও নড়াইল সদর থানার পুলিশ সদস্যরা অংশ নেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহানুর রহমান সেতু বলেন,টিসিবির পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। দোকানিকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *