চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান  :  ৪ কোটি টাকার বিদেশি মদ জব্দ  !

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  (চট্টগ্রাম) :  চট্টগ্রামের হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে (৩ মে২০২৫) শনিবার ভোর ৫টায় এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা দেখতে পান, কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি একটি ডেনিশ বোট থেকে বস্তা নামাচ্ছেন। আভিযানিক দল তাদের থামার সংকেত দিলে তারা বোট ও বস্তাগুলো ফেলে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়।


বিজ্ঞাপন

পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার জব্দ করেন। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১০৫৬ ক্যান হাইনেকেন অরিজিনাল বিয়ার, ১১৬১ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল। এছাড়াও পাচারকারীদের ফেলে যাওয়া একটি ডেনিশ বোটও জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারাও কোস্ট গার্ডের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত বোট ও মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে তারা ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মাদক চোরাচালান রোধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *