ছাত্র জনতার আন্দোলনে হত্যা,ভাংচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মাধবপুরের ৭ জন। সাংবাদিকসহ হবিগঞ্জের ১৯ জনকে আসামী

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

হবিগঞ্জ প্রতিনিধি  : জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনে হত্যা,ভাংচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মাধবপুরের ৭ জন সাংবাদিকসহ হবিগঞ্জের ১৯ জনকে আসামী করা হয়েছে,এদের মধ্যে কয়েকজন আওয়ামীপন্থী, আওয়ামীলীগের পদ পদবীধারী ও বিএনপির পদ পদবীধারী থাকলেও অধিকাংশই দল নিরপেক্ষ।


বিজ্ঞাপন

শুধু হবিগঞ্জ জেলার অভ্যন্তরের ঘটনাই নয়,সুদূর রাজধানীতে জুলাই আগষ্টের ঘটনায় দায়েরকৃত মামলাতেও আসামী করা হবিগঞ্জের বাসিন্দা ও পেশাদার সাংবাদিকগণকে।মামলা আসামী হয়ে নিজেদের পেশাগত দ্বায়িত্ব পালন তো দূরের কথা পরিবার পরিজন ছেড়ে আত্মগোপনে রয়েছে অধিকাংশ সাংবাদিক।


বিজ্ঞাপন

আসামী হওয়ায় সাংবাদিকরা দেশের প্রথম সারির টিভি চ্যানেল ও জাতীয় দৈনিকে কর্মরত রয়েছে। সম্প্রতি দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, যুগান্তর প্রতিনিধি কামরুজ্জামান রিয়াদ, বাংলা টিভি প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল,ইত্তেফাক প্রতিনিধি সাইফুল জাহান এবং আমাদের সময় প্রতিনিধি ফুল মিয়া খন্দকার মায়া’র এজাহারে নাম না থাকলেও পুলিশ কর্তৃক আটক হয়ে কারাগারে রয়েছেন।


বিজ্ঞাপন

মামলায় আনিত অভিযোগের সঙ্গে সাংবাদিকগন জড়িত না থাকার পরও আসামী করায় সচেতন মহলে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মামলায় উল্লেখিত অপরাধে জড়িত না থাকলে তাদের গ্রেফতার এড়িয়ে পেশাগত দ্বায়িত্ব পালনে সহায়তা করার দাবী সাংবাদিক নেতাদের।

আসামী হওয়া সাংবাদিকদের মধ্যে হবিগঞ্জের চ্যানেল টুয়েন্টিফোর ও সমকাল প্রতিনিধি হবিগঞ্জ রাসেল চৌধুরী, দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নাহিজ ও দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতনকে ঢাকায় রুজু হওয়া মামলায় আসামী করা হয়েছে।

ভোরের কাগজ প্রতিনিধি হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ আলী ফরহাদ, দৈনিক লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল হক সোহেলকে ৫ আগষ্টের হবিগঞ্জে রিপন শীল ও মোস্তাক আহম্মেদ হত্যা মামলার আসামী করা হয়।

শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় যুগান্তর প্রতিনিধি প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান রিয়াদ, দৈনিক প্রতিদিনের বানী’র প্রতিনিধি সাখাওয়াত হোসেন টিটোকে আসামী করা হয়। চুনারুঘাটে দায়ের হওয়ায় মামলায় হাজতবাসী বাংলা টিভি প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল,প্রতিদিনের বাণী পত্রিকার মোহম্মদ আলীকে আসামী করা হয়েছে।বানিয়াচং উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন ও দৈনিক সমকালের নবীগঞ্জ প্রতিনিধি এম আহম্মদ আজাদ এবং দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল জাহান জুলাই আগষ্টের ঘটনায় দায়েকৃত মামলার আসামী।

মাধবপুর ও ঢাকার পৃথক থানায় রুজু হওয়ায় মামলায় দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ও মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া,দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি এরশাদ আলী, সমকাল প্রতিনিধি আইয়ূব খাঁন, এনটিভি প্রতিনিধি জামাল মোঃ আবু নাসের,জনকণ্ঠ প্রতিনিধি শংকর পাল চৌধুরী,মানবজমিন প্রতিনিধি এমএম গউছ, ও চ্যানেল এওয়ানের প্রতিনিধি নাহিদ মিয়াকে আসামী করা হয়েছে।

ঢাকার কাফরুল থানায় রুজু হওয়া এফআইআর নং ২০ এর বাদী ইব্রাহিম মিয়া ও মাধবপুর থানায় মামলার বাদী আমিনুর রহমান জানান,তারা কোন সাংবাদিককে চিনে না ও আসামীও করেনি। কিভাবে আসামী হয়েছে তারা জানে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *