আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় চলতি ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় আউশ আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম আনুষ্ঠিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বেলা ১১টায় আমতলী কৃষি বীজ রাখার গুদামের সামনে উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তারেক হাসান।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, জেলা জামায়েতে ইসলামের সুরা সদস্য আঃ মালেক, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম তালুকদার, সাংবাদিক জাকির হোসেন, রেজাউল করিম, হায়াতুজ্জামান মিরাজ, সাঈদ খোকনসহ উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল বলেন, কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় আউশ আবাদ বৃদ্ধির লক্ষে আমতলী উপজেলার ৭টি ইউনিয়নের সাড়ে পাচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি করে ডিএমপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।