জয়পুরহাট পাঁচবিবির বালিঘাটা ইউপির গ্রাম আদালত পরিচালনার দ্বায়িত্ব পেলেন রাশেদুল মেম্বার

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি  : গত ৫’আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পলিয়ে যায়। সরকার পতনের পর সরকারদলীয় অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও এলাকা ছেড়ে আত্বগোপনে যায়।


বিজ্ঞাপন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সদর বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন যুবলীগ নেতা মোঃ নুরুজ্জামান চৌধুরী বিপ্লব। তিনিও সরকার পতনের পর থেকে পরিষদে অনিয়মিত হওয়ায় স্থবির হয়ে পরে পরিষদের সেবামুলক কার্যক্রম।


বিজ্ঞাপন

ইউনিয়নবাসীর সেবা কার্যক্রম বিশেষ করে গ্রাম আদালত চলমান রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে-২০০৯ এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী অনুপস্থিত চেয়ারম্যানের কাজ পরিচালনার লক্ষে ১নং প্যানেল চেয়ারম্যানকে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দ্বায়িত্ব পালনে আদেশ দেন।


বিজ্ঞাপন

জেলা প্রশাসকের কার্যালয়ের স্বারক নং-২৫-৭৫৭ পরিপত্রের আদেশে এবং গ্রাম আদালত আইনে-২০০৯ এর ধারা ৫(২) মোতাবেক পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের স্বাক্ষরে ৪ নং বালিঘাটা ইউনিয়নের গ্রাম আদালত পরিচালনার দ্বায়িত্ব দেন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ মামুন সরকার (রাশেদুল)।

গ্রাম আদালত পরিচালনার দ্বায়িত্ব পেয়ে রাশেদুল বলেন, আমি পরিষদের সচিব ও সকল ইউপি সদস্য ও সুধীজনের পরামর্শ অনুযায়ী কাজ করব। সঠিক সুন্দর ও জবাবদিহিতা মুলকভাবে পরিষদের গ্রামআদালত পরিচালনার জন্য প্রশাসন, সকল সদস্য ও ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *