নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির শাসনামল ছিল বাংলাদেশের জন্য একটি স্বর্ণালি অধ্যায়। আমরা কোন চাঁদাবাজি, লুটপাট, দখলদারিতে নেই। ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত আমাদের দেশ পরিচালনার পর আরও দুটি দল কয়েকবার দেশ পরিচালনা করেছে। তাদের শাসনামল আর আমাদের শাসনামল নিয়ে জনগণ এখন তুলনা করছে। সেই তুলনায় আমরাই এগিয়ে আছি। জনগণের জন্য কল্যাণকর কর্মসূচী নিয়ে রাজনীতির ময়দানে অটল থাকলে আমরা অবশ্যই এগিয়ে থাকবো।

গতকাল জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

জনাব মুজিবুল হক চুন্নু, বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এবং চেয়ারম্যান জি এম কাদের এর হাতকে শক্তিশালী করতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপিত প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় পল্লীবন্ধু’র রুহের মাগফিরাত, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ দলীয় নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এড. মোঃ রেজাউল ইসলাম ভূঁঞা, প্রেসিডিয়াম সদস্য মোঃ আরিফুর রহমান খান, মাননীয় চেয়ারম্যান এর উপদেষ্টা হারুনুর রশিদ হারুন, মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মুক্তি, এমএ সোবহান, যুগ্ম মহাসচিব এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, জুবের আলম খান রবিন, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্ত, তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক নেতা জাহিদুর রহমান জাহিদ, লোকমান ভূইয়া রাজু, এসএম ইকবাল আহমেদ, ডাঃ আলফাজ, কে এম সোলায়মান।
বক্তব্য শেষে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন- মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, আলমগীর সিকদার লোটন, মোঃ হেলাল উদ্দিন সহ উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা সুলতান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আকতার হোসেন দেওয়ান,হুমায়ুন খান,সাংগঠনিক সম্পাদক সোহেল রহমান, মীর সামসুল আলম লিপটন, আজহারুল ইসলাম সরকার, কেন্দ্রীয় নেতা শেখ সারোয়ার,আব্দুল কুদ্দুস মানিক, হুমায়ুন কবির শাওন, আবু ওয়াহাব, মোঃ শরিফুল ইসলাম বাধন, মুনকার মিয়া তিনুন, হাবিব মিয়া, আব্দুর রহিম, মিজানুর রহমান মিজান প্রমূখ।