নিজস্ব প্রতিনিধি খাগড়াছড়ি : স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং সদর ইউনিয়নের দুই যুবলীগ নেতা। তাঁরা হলেন, পানছড়ি সদর ইউপির তালুকদারপাড়া গ্রামের জয় প্রসাদ দেব এর পুত্র, ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাবলু দেব এবং মোহাম্মদপুর গ্রামের মৃত ছৈয়দুর রহমান এর পুত্র, ইউপি যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আক্তার হোসেন।আজ বৃহস্পতিবার ৮ মে, তাদের পদত্যাগপত্রের কপি প্রতিবেদকের হাতে এসেছে।

এদিকে গত শনিবার (০৩ মে) উভয় যুবলীগ নেতা পদত্যাগ করতে চেয়ে পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সেক্রেটারির কাছে পত্র লিখেন। এসময় পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক, জামায়েতে ইসলামী পানছড়ি, পানছড়ি থানার অফিসার ইনচার্জ এবং পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর এসব পদত্যাগপত্রের অনুলিপি প্রেরণ করা হয়।

পদত্যাগ পত্রে ডাবলু উল্লেখ করেন, আমি পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আওয়ামীলীগের রাজনীতি করা সম্ভব হচ্ছে না বিধায় স্ব-ইচ্ছায় পানছড়ি সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদ সহ আওয়ামীলীগের প্রাথমিক সকল প্রকার পদ পদবী হইতে পদত্যাগ করেছি। এখন থেকে আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডের সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।

অন্যদিকে আক্তার উল্লেখ করেন, আমি দীর্ঘ বৎসর যাবৎ আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি শারীরিকভাবে অসুস্থ, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আওয়ামীলীগের রাজনীতি করা সম্ভব হচ্ছে না বিধায় আমি স্ব-ইচ্ছায় পানছড়ি সদর আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (২০১০ইং কমিটি) পদ সহ আওয়ামীলীগের প্রাথমিক সকল প্রকার পদ পদবী হইতে পদত্যাগ করিলাম। অদ্য হইতে আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডের সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।
পদত্যাগের কারণ জানতে ডাবলু দেব এবং আক্তার হোসেন এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা জানান, আমরা পদত্যাগপত্রে সকল কারণ উল্লেখ করেছি। এর বাইরে আর কোনো কারণ নেই।
এ বিষয়ে জানতে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।