তাপস চন্দ্র সরকার : কুমিল্লা শ্রীশ্রী লোকনাথ স্মৃতিতর্পণ সংঘের অর্থ সম্পাদক ও সুমি ওয়াচ কিং এর স্বত্বাধিকারী স্বপন কুমার দাসের গর্ভধারিনী মাতা এবং কুমিল্লার চান্দিনা ঘাটিগড়া নিবাসী প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দাস এর সহধর্মিণী হাসুবালা দাস এর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (৯ মে ২০২৫) কুমিল্লা ধর্মসাগরের পূর্বপাড় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তদুপলক্ষে শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে শ্রাদ্ধশান্তি শেষে কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম অডিটোরিয়াম মধ্যাহ্ন ভোজ এর আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুমিল্লা মহেশাঙ্গণ শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের নেতৃবৃন্দসহ তাহার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

উল্লেখ্য যে, গেলো ৯ এপ্রিল হাসুবালা দাস বার্ধক্যজনিত কারণে ইহলোকের মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন (দিব্যান্ লোকান্ স্ব গচ্ছুত)।