নিজস্ব প্রতিবেদক : মাইজভাণ্ডারী দর্শন জাতী, ধর্ম, বর্ন নির্বিশেষে সকলকে সমস্ত রকমের ভেদাভেদ ভুলে এক স্রষ্টার বিশ্বাসকে কেন্দ্র করে শান্তির পথে আহ্বান করে। ধর্মসাম্য, বিচারসাম্য ও ধনসাম্য মাইজভাণ্ডারী দর্শনের অন্যতম এই উপাদান সমূহ যথাযত নিয়মে অনুসরণ করলে একটি জাতী খুব সহজেই সুশৃঙ্খল হবে । এছাড়াও মাইজভাণ্ডারী দর্শন সৃষ্টির কল্যাণের উপর গুরুত্বআরোপ করে, যা চর্চা করলে উগ্রবাদ নিরসন হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে।

ইসলাম উগ্রবাদকে সমর্থন করে না। মূলত মাইজভাণ্ডারী দর্শন ইসলামের নির্যাস।গত ২ মে সন্ধ্যা ৭ টায় আশেকানে হক ভাণ্ডারী শোকর-এ মওলা মনজিলের ব্যবস্থাপনায় আয়োজিত মাসিক সাধারণ সভা, মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা উল্লেখ করেন বিশিষ্ঠ মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। এছাড়াও তিনি সম্প্রতি সময়ে মওলানা রইস উদ্দীন হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সুবিচার প্রতিষ্ঠা করার জন্যে দেশের নীতিনির্ধারক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান। সংগঠনের প্রধান কার্যালয় শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইউনিয়ন ব্যাংক ফকিরহাট শাখার ব্যবস্থাপক মোঃ আজম।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, পূবালী ব্যাংক মানিকছড়ি শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন। আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সহ সভাপতি আল আরাফাহ ইসলামি ব্যাংক কর্মকর্তা এহসান উল্লাহ ও জ্যোতি ফোরামের সভাপতি জয়নুল আবেদিন তাওরাত। আলোচনা সভার পর মিলাদ ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পরবর্তীতে সংগঠনের সদস্য গোলাম মওলা রনি ও রুহুল আমিন সাগরের পরিচালনায় মাইজভাণ্ডারী জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।