পটুয়াখালীর কলাপাড়ায় কলেজ ছাত্র হৃদয় হত্যার বিচার’র দাবিতে কলাপাড়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও থানা প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি   :  বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত কলেজের ছাত্র আব্দুল্লাহ হৃদয়ের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। স্ত্রী কর্তৃক হৃদয় হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

শুক্রবার সকাল সাড়ে দশটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন হৃদয়ের স্বজন, বন্ধু-বান্ধব ও শত শত এলাকাবাসী অংশগ্রহন করেন।


বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন হৃদয়ের ছোট ভাই রাব্বি, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. সালাউদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি মো.নজরুল ইসলাম ও তুষার। পরে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া থানা প্রাঙ্গনে অবস্থান নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে থানা প্রাঙ্গন থেকে সরে আসে বিক্ষোভকারীরা।


বিজ্ঞাপন

তারা অভিযোগ করেন, হৃদয়ের মৃ-ত্যু’র সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন জড়িত। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। আন্দোলনকারীরা আরও জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি হৃদয়ের স্ত্রীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ের হত্যাকারী স্ত্রীর বিচারের দাবি জানান।

জানা গেছে, প্রায় দুই বছর আগে কলাপাড়ার রজপাড়া গ্রামের হৃদয়ের সঙ্গে নাচনাপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনর মেয়ে মেহেরুন্নেসা বেনুর বিয়ে হয়। বিয়ের পর লেখাপড়ার সুবাদে বরিশালের গোরস্থান রোড ধোপাবাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো স্বামী-স্ত্রী।

বুধবার রাতে ভাড়া বাসায় হৃদয়ের মৃত্যুর পর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন লক্ষ করা যায়। পরিবারের দাবি বেনু, তার মা ও বেনুর বন্ধুরা হৃদয়কে হত্যা করে পালিয়ে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *