নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে পরিসর তিনদিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

উজ্জ্বল কুমার সরকার (নওগাঁ)  :  নওগাঁয় রবীন্দ্র জন্মোৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে,  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর গ্রামে রবীন্দ্র কাচারি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। কবির জন্মোৎসব উদ্‌যাপন।


বিজ্ঞাপন

গত  বৃহস্পতিবার ৮ মে, সন্ধ্যা ৬টায় তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। পরে দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভায় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন,

নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শামসুল আলম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনসহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র।

গান, কবিতা, নাটকসহ সাহিত্যের প্রতিটি শাখায় তার অবদান অনস্বীকার্য। বাংলা সাহিত্যে তার এই অনবদ্য সৃষ্টি আজও সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। আজকের এই দিনে আমরা কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।’

পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবির জন্মোৎসব উপলক্ষে হাজারো ভক্ত ও অনুরাগীর ঢল নামে। তিনদিনব্যাপী এ উৎসবে প্রতিদিনই কবির জীবনী ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

এদিকে, সকাল থেকেই স্থানীয় একটি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের সহযোগিতায় রবীন্দ্র মেলার আয়োজন করা হয়। মেলায় রয়েছে মাছের মেলা, জামাই মেলা এবং অন্যান্য গ্রামীণ লোকজ সংস্কৃতির পসরা। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, সার্কাসসহ নানা ধরনের বিনোদনের আয়োজন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *