নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)’র সদস্য ও দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটো সাংবাদিক রেহানা আক্তারের ক্লোন ক্যান্সার এর সফল অপারেশন হয়েছে। গত রোববার সকালে তার এই অপারেশন করা হয়েছে বলে তার ভাই ফজিত শেখ বাবু জানিয়েছেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও সহকারি পরিচালক ডা. কে. এম. মামুন মোর্শেদের তত্বাবধায়নে তার জটিল রোগের অপারেশন করা হয়েছে।
অপারেশন করেন প্রফেসর ডা. এম ডি মোস্তাফিজুর রহমান ও তার সার্জারি ইউনিট-১ হাসপাতাল কর্তৃপক্ষসহ সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন তার ভাই। রেহানা এখন হাসপাতালের ৬ নম্বর ওয়র্ডের ৬ নম্বর কেবিনে ভর্তি আছেন। সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছে তার পরিবার। রেহানার সঙ্গে যোগাযোগ করতে ০১৭১২৭৯৩৩৮৬ এই ফোন নম্বরটি দেওয়া হয়েছে।