ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিন এর সভাপতি জনমানুষের নেতা, ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশি মো: হাবিুবর রহমান সেলিম রেজা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন।

শুক্রবার সকালে তার নির্বাচনী এলাকা ঝালকাঠি -১ (রাজাপুর – কাঠালিয়া) আসনের কচুয়া বাজার ও বিনাপানি বাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ মানুষ ও সর্বস্তরের নাগরিকদের সাথে গণসংযোগ ও শুভেচ্ছ বিনিময় করেন । ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিনি সাধারণ মানুষের কাছে ছুটে যান । ঈদ উপলক্ষে তিনি ৫-১০জুন তার নির্বাচনী এলাকায় অবস্থান করে সকলের সাথে ঈদ উদযাপন করবেন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝালকাঠি-১ আসনের জনগনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আত্মত্যাগ, সহানুভুতি ও ভালোবাসার শিক্ষা দেয়।

পারষ্পারিক সহমর্মিতা ও মানবিকতা দিয়ে সমাজকে আরও সুন্দর করা যায়। সমাজে সকল শ্রেণির মানুষ যাতে ঈদের আনন্দে সামিল হতে পারে, সেদিকে সকলের লক্ষ্য রাখা উচিত।
তিনি আরো বলেন, এই ঈদে আসুন আমরা আত্মশুদ্ধির মাধ্যমে নতুন করে জীবন গড়ার অঙ্গীকার করি। নিজে ভালো থাকি অন্যকে ভালো রাখি- এটাই হোক ঈদুল আযহার মূল শিক্ষা।

নবী ইব্রাহিম (আ.) এর সাহস ও ঈমানের গল্প থেকে আমরা শিখি কীভাবে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই পবিত্র উৎসবে আমরা নিজেদের ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করার সুযোগ পাই। বর্তমান সময়ে আমাদের দেশে শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করা অত্যন্ত জরুরি। আমাদের রাজনৈতিক মতপার্থক্য ভুলে গিয়ে জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি যুবসমাজকে বিশেষভাবে উদ্দেশ্য করে বলেন, তোমরাই হচ্ছ এই জাতির ভবিষ্যত নেতৃত্ব।
নিজেদের যোগ্যতা, সততা ও দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সকল প্রকার অসামাজিক কার্যকলাপ ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার মাধ্যমে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে। ঈদের এই পবিত্র সময়ে আমি সকলকে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও জাতীয় ঐক্য গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানাই।
তিনি গনসংযোগকালে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। যিনি ধানের শীষ প্রতীক পাবেন তার নির্বাচন করার আহ্বান জানান।
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় কর্মসূচিগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে হবে। এটিই হবে আমাদের ঈদের প্রকৃত শিক্ষা।
ঈদের এই পবিত্র সময়ে রাজনৈতিক বিভেদ ভুলে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি তার বাড়িতে সকলকে নিয়ে উদযাপন করার জন্য দাওয়াত দেন।