নিজস্ব প্রতিবেদক : ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ভাড়া করা ফ্লাইটে ফিরিয়ে আনার বিষয়ে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি রোববার দুপুরে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, করোনাভাইরাস সংকটে ভারতে বেশ কিছু বাংলাদেশি আটকে রয়েছে। বাংলাদেশ হাই কমিশন ও ভারত সরকার তাদের দেখভাল করছেন।
তিনি বলেন, তাদের ফেরত আনতে সমস্যা হচ্ছে কারণ ১৪ এপ্রিল পর্যন্ত দেশটিতে লকডাউন ছিল। তা বাড়িয়ে এখন ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। আমরা ১৪ এপ্রিলের পর তাদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু এখন এটি বেড়ে যাওয়ায় তাদের আনতে একটি ভাড়া করা ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা সংক্রান্ত ইস্যুতে আমি সম্প্রতি চীন, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছি। তারা এ সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।
আমি বিভিন্ন দেশে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছি যারা আমাদের নাগরিকদের এ সংকটে তাদের দেশে সহায়তা দিয়ে যাচ্ছেন।