মোঃ সাইফুর রশিদ চৌধুরী : ‘ শিক্ষাই শক্তি’ এই বিশ্বাসকে ধারণ করে গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৪৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার ২ আগস্ট সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন প্রমুখ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর গোপালগঞ্জ জেলায় এসএসসি (সাধারণ) থেকে ৬০৭ জন, দাখিল থেকে ১৭ জন এবং ভোকেশনাল শাখা থেকে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসি পর্যায়ে ১৯১ জন ছাত্রী, দাখিল থেকে ১ জন এবং ভোকেশনাল থেকে ৩ জন ছাত্রী রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি গোটা জাতির জন্য গর্বের। তোমরা আগামী দিনের নেতৃত্ব দেবে এমন প্রত্যাশায় আমরা তোমাদের পাশে আছি।” তিনি আরও বলেন,”গোপালগঞ্জের এই সম্মাননা অনুষ্ঠান সারাদেশের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক। মেধা ও পরিশ্রমের সঠিক সংমিশ্রণেই তৈরি হয় আলোকিত ভবিষ্যৎ।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনার শেষ পর্বে অতিথিবৃন্দ জেলার পাঁচ উপজেলার ৬৪৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় সফলতা কামনা করেন।