বিশেষ প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ঢেলে সাজানো হয়েছিল বাংলাদেশ সচিবালয়ের সচিব অতিরিক্ত সচিব যুগ্ম-সচিব উপসচিব সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের। গত বছরের ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফলে আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের পূর্বে-ই শেখ হাসিনা ও তার পরিবার পরিজন সহ সাবেক মন্ত্রী, প্রতি মন্ত্রী, সংসদ সদস্যসহ রাষ্ট্রযন্ত্রের উর্ধতন কর্মকর্তারা দেশ থেকে পালিয়ে যায়।

সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের পরও শেখ হাসিনার হাতে সাজানো সচিবালয়ের কর্মকর্তারা এখন বহালতবিয়ত থেকে বিভিন্নরকম দেশ বিরোধী চক্রান্ত করে চলছে। আনসর বিদ্রোহ থেকে শুরু করে সর্বশেষ সচিবালয়ে কথিত ছাত্রদের সচিবালয় ঘেরাও কর্মসূচি সবই ছিল বর্তমান অন্তবর্তীনকালীন সরকারকে উৎখাত করার ঘৃন চক্রান্ত।

শেখ হাসিনা সচিবালয়ে কর্মরত বেশিরভাগ কর্মকর্তা ই সংখলা লঘু সম্প্রদায়ের হওয়ার ফলে শেখ হাসিনাকে ভারত আজীবন ক্ষমতায় থাকার নিশ্চয়তা দিয়েছিলো। একনজরে দেখে নেওয়া যাক ভারতের কুশীলব ‘র’ এর সুপারিশে শেখ হাসিনার আজীবন ক্ষমতায় থাকার জন্য যাদের নিয়োগ দিয়েছিলো।

বর্তমান সচিব : ঊরুন দেব মিত্র, উজ্জ্বল বিকাশ দত্ত এবং রণজিত কুমার বিশ্বাস।

বর্তমান অতিরিক্ত সচিব : স্বপন কুমার সাহা, ভীম চরণ রায়, জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, স্বপন কুমার সরকার, শ্যামল কান্তি ঘোষ, অমলেন্দু মুখার্জি, প্রণব চক্রবর্তী, সিতান ঘোষ সেন. পরীক্ষিত দত্ত চৌধুরী, দীলিপ কুমার দাস, সাইমা পাল দে, বিজন কুমার বাইসা, তাপস কুমার রায়, প্রকাশ চন্দ্র দাস, অসিত কুমার বসাক এডিসি, দীলিপ কুমার বসাক এডিসি, জগদীশ রায়, সুশান চন্দ্র দাস, কামাল কৃষ্ণ ভট্টাচার্য, স্বপন কুমার রায়, পবন চৌধুরী, তপন কুমার কর্মকার, অপরূপ কুমার সরকার, আশিস কুমার চৌধুরী, অশোক মাধব রায়, তপন কুমার চক্রবর্তী, জিসনু রায় চৌধুরী, নাভাস চন্দ্র মণ্ডল, ড. আর রাখান চন্দ্র বরমন, মোনজ কুমার রায়, অমিতাভ চক্রবর্তী এবং শুভাশীষ বোস।
বর্তমান যুগ্ম সচিব : পরিমল চন্দ্র সাহা, রতন কুমার সাহা, চন্দ্রনাথ বসাক, দীলিপ কুমার শর্মা, রবীন্দ্রনাথ রায়, গণেশ চন্দ্র সরকার, সুকুমার চন্দ্র রায়, ঈন্না লাল চৌধুরী, জীবন কুমার চৌধুরী, কুশলিয়া রানী বাগচি, তপন চন্দ্র মজুমদার, মনোজ মোহন মিত্র (এম এম মিত্র), বিনয় ভূষণ তালুকদার, পরেশ চন্দ্র রায়, ড. অরুণা বিশ্বাস, নিখিল চন্দ্র দাস, অনন্ত কুমার চৌধুরী, নারায়ণ চন্দ্র বরমা, বিজন কান্তি সরকার, বিমান কুমার সাবা, এনডিসি, বিজয় ভট্টাচার্য, জ্যোতির্ময় সমাদ্দার, রবীন্দ্রনাথ শর্মা, কমলেশ কুমার দাস, বিকাশ চন্দ্র সাবা, বিকাশ কিশোরী দাস, পতিত পবন বাইদিয়া, আনন্দ চন্দ্র বিশ্বাস, প্রশান্ত কুমার রায়, অজিত কান্তি দাস, মানিক চন্দ্র দে, কালিরঞ্জন বরমা, তপন কান্তি শীল, গৌতম কুমার ঘোষ, বাসু দেব আচার্য, মানবিনরা (?) ভৌমিক, গোপাল কৃষ্ণ ভট্টাচার্য, বাবুল চন্দ্র রায়, পুণ্যাবর্তা চৌধুরী, শংকর চন্দ্র রায়, মলয় তালুকদার, সুশান চন্দ্র রায়, মৃদুল কান্তি ঘোষ, গোকুল চন্দ্র দাস, সুবীর কিশোর চৌধুরী, পরিমল কুমার দেব, বিভাষ চন্দ্র পোদ্দার, শিখা সরকার, মনীন্দ্র নাথ রায়, ধীরেন্দ্র (?) চন্দ্র দাস, অমরিতা (?) রায়, শশী কুমার সিং, সুনীল চন্দ্র পাল, অশোক কুমার বিশ্বাস, সুপ্রিয় কুমার কুন্দু, মানিক লাল বণিক, জ্যোতির্ময় দত্ত, নারায়ণ চন্দ্র দাস, বিমল চন্দ্র দাস, ভোলানাথ দে, বাসুদেব গাঙ্গুলী, অরুণ কুমার মালাকার, নিমাই চন্দ্র পাল, ড. নমিতা হালদার, সুুভাষ চন্দ্র সরকার, মরণ কুমার চক্রবর্তী, তপন কুমার ঘোষ, পিরায় সাহা, গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, সুব্রত রায় মিত্র, পরিতোষ চন্দ্র দাস, দীপক কান্তি পাল, অরজিত চৌধুরী, বনমালী ভৌমিক, উত্তম কুমার মণ্ডল, দীলিপ কুমার সাহা, ইতি রানী পোদ্দার, স্বপন চন্দ্র পাল, গোপা চৌধুরী, অমিত কুমার বাউল, অশোক কুমার বিশ্বাস, গাইতা বরতা সাহা, বিশ্বনাথ বণিক, প্রাণেশ চন্দ্র সূত্রধর, শাইমা প্রসাদ বেপারী, সুশান্ত কুমার সাহা, গৌতম কুমার ভট্টাচার্য, রঞ্জিত কুমার সেন, হরিপ্রসাদ পাল, তপন চন্দ্র বণিক, পার্থপ্রতীম দেব, অভিজিত চৌধুরী, সুরেন্দ্র নাথ চক্রবর্তী, শংকর রঞ্জন সাহা, ড. অর্ধেন্দু শেখর রায়, স্বর্ণকার প্রসাদ দে, প্রণব কুমার নিয়োগী, সন্তোষ কুমার অধিকারী, রমা রানী রায়, তন্দ্রা শেখর, সীমা সাহা, সমরীতা রানী ঘরামী, পুলক রাজন শাহ, তপন কুমার সরকার, কংকাম নীলমণি সিং, মিনু শীল, ধীরেন্দ্র নাথ সরকার, অঞ্জলি রানী চক্রবর্তী, প্রণয় কান্তি বিশ্বাস, তরু কান্তি ঘোষ, প্রশান্ত কুমার দাস, মনোজ কান্তি বড়াল, স্বপন কুমার বড়াল, বিষয় ভূষণ পাল, দীপক চক্রবর্তী, নিখিল রঞ্জন রায়, নন্দ দুলাল বণিক, সঞ্জয় কুমার চৌধুরী, গৌতম আইচ সরকার, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, শিবনাথ রায়, নারায়ণ চন্দ্র দেবনাথ, লক্ষ্মী চন্দ্র দেবনাথ, জয়তী পাল কুড়ি, জয়তী রানী বর্মণ, সুধাকর দত্ত, রেবা রানী সাহা, বিজন লাল দেব, হীরামণি বাড়ৈ, ড. কৃষ্ণ গাইন এবং শান্ত কুমার প্রামাণিক।
বর্তমান উপসচিব : উত্তম কুমার রায়, বিপুল চন্দ্র রায়, জগদীশ চন্দ্র বিশ্বাস, তপন কুমার নাথ, বিকাশ চন্দ্র শিকদার, ড. নলিন রঞ্জন বসাক, জয়ন্তী স্যান্নাল, তপন কান্তি ঘোষ, রাম চন্দ্র দাস, প্রণব কুমার ঘোষ, রমেন্দ্র নাথ বিশ্বাস, কমলা রঞ্জন দাস, পাঠান চন্দ্র পণ্ডিত, নিতাই পদ দাস, উত্পল কুমার দাস, নিমাই চন্দ্র বিশ্বাস, অজিত কুমার পাল আকা, মহাদেব বিশ্বাস, বিজয় কুমার দেবনাথ, সুপ্রকাশ স্যান্নাল, তাপস কুমার বোস, জগন্নাথ খোকন, শিশির কুমার রায়, নন্দিতা সরকার, মলয় কুমার রায়, স্বপন কুমার ঘোষ, কল্লোল কুমার চক্রবর্তী, সায়েম কিশোর রায়, প্রবীর কুমার চক্রবর্তী, দিলীপ কুমার বণিক, ননী গোপাল বিশ্বাস, অনিল চন্দ্র দাস, নিশ্চিন্ত কুমার পোদ্দার, দুলাল কৃষ্ণ সাহা, শান্ত কুমার সাহা, মৃণাল কান্তি দেব, রাজিব চন্দ্র সরকার, সীতেন্দ্র কুমার সরকার, নীতিশ কুমার সরকার, তুলসি রঞ্জন সাহা, সুভাস চন্দ্র সাহা, ৪২. মনীন্দ্র কিশোর, সুশান্ত কুমার কুণ্ডু, সত্যজিত্ কর্মকার, অশোক কুমার দেবনাথ, সুবল বোস মণি, ড. তরুণ কান্তি সিকদার, বিশ্বজিত্ ভট্টাচার্য, সঞ্জয় কুমার বণিক, সত্যরঞ্জন মণ্ডল. ভুবন চন্দ্র বিশ্বাস, রঞ্জন কুমার দাস, জয়ন্ত কুমার সরকার, অমিতাভ সরকার, প্রণব কুমার ঘোষ, মুকেশ চন্দ্র বিশ্বাস, বিকর্ণ কুমার ঘোষ, অরুণ চন্দ্র মহোত্তম, প্রণব কুমার রায়, পলাশ কান্তি বালা, সুব্রত পাল চৌধুরী, দীপক রঞ্জন অধিকারী, শশাঙ্ক সুকুমার ভৌমিক, জনীন্দ্র নাথ সরকার, প্রদীপ কুমার দাস, গৌতম কুমার, শিবানী ভট্টাচার্য, নিতাই চন্দ্র সেন, মলাই চৌধুরী, সঞ্জয় কুমার ভৌমিক, রঞ্জিত কুমার, কৃষ্ণ কান্ত বিশ্বাস, তপন কুমার সাহা, অমল কৃষ্ণ মণ্ডল, নিরঞ্জন দেবনাথ, লিপিকা ভদ্র, সুলেখা রানী বসু, বিদিকা রায় চৌধুরী, দীলিপ কুমার বণিক, মনোজ কুমার রায়, পরিমল সিং, সমরিতা কর্মকার, পিকা রানী বলয়, তপন কুমার বিশ্বাস, ড. সুবাস চন্দ্র বিশ্বাস, গুহলাল সিং, গৌতম চন্দ্র পাল, তন্ময় দাস, বিজয় কৃষ্ণ দেবনাথ, প্রদেশ কান্তি দাস, মনোরঞ্জন বিশ্বাস, অসীম কুমার দে, অজিত কুমার দেবনাথ, পীযূষ কান্তি নাথ, পাঠান কুমার সরকার, সুকুমার চন্দ্র কুণ্ডু, আশিস কুমার সাহা, শ্যামল চন্দ্র কর্মকার, অজিত কুমার ঘোষ, উত্তম কুমার কর্মকার, সাইয়ান কুমার দাস, সুসানতা কুমার সরকার, বালাই কারিসনা হাজরা, নীরঞ্জন কুমার মণ্ডল, ব্রজগোপাল ভৌমিক, ড. অনিমা রানী নাথ, গুরাথ কুমার সরকার, স্বপন কুমার ভৌমিক, গীতাঞ্জলী চৌধুরী, পঙ্কজ কুমার পাল, ননী গোপাল মণ্ডল, সন্তোষ কুমার পণ্ডিত, শ্যামল কুমার সিংহ, অসীম কুমার বালা, মহেশ চন্দ্র রায়, গৌরী সরকার ভট্টাচার্য, দীপঙ্কর মণ্ডল, অজয় কুমার চক্রবর্তী, সুকাশ কর্মকার, স্বপন কুমার মণ্ডল, প্রদীপ কুমার সাহা, বিজয় রঞ্জন সাহা, বলনাথ পাল, নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ এবং সঞ্জীব কুমার দেবনাথ
বর্তমান সিনিয়র সহকারী সচিব : কিরণ চন্দ্র রায়, দেবাশীষ রায়, অপর্ণা দে, শৈলেন্দ্র নাথ মণ্ডল, রাজীব ভট্টাচার্য, প্রকাশ কান্তি চৌধুরী, নীরদ চন্দ্র মণ্ডল, দীপঙ্কর বিশ্বাস, আনন্দ কুমার বিশ্বাস, বিপুল চন্দ্র বিশ্বাস, পরিমল সরকার, অঞ্জন চন্দ্র পাল, বেবী রানী কর্মকার, রথীন্দ্রনাথ দত্ত, সঞ্জয় কুমার নাথ, সরোজ কুমার নাথ, পরিতোষ হাজরা, পরিতোষ হাজরা, সাতি আকাম সিন, দেবজিত সিংহ, গোপাল চন্দ্র দাস, নীল রতন সরকার, কালা চান সিংহ, প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিন কুমার কুণ্ডু, ধনাঞ্জয় কুমার দাস, দেবেন্দ্র চক্রবর্তী, দেবাশীষ নাগ, অতুল সরকার, অভিজিত রায়, সুব্রত কুমার শিকদার, অপূর্ব কুমার মণ্ডল, অরুণ কুমার মণ্ডল, উত্তম কুমার মণ্ডল, সুজিত কুমার রায়, প্রিয়া সিংধু তালুকদার, অনুপ কুমার তালুকদার, সুব্রত কুমার দে, হিল্লোল বিশ্বাস, দেবময় দেওয়ান, মিনাক্ষ্মী বর্মন, দেবপ্রসাদ পাল, বনানী বিশ্বাস, সঞ্জীব কুমার দেবনাথ, দুলাল চন্দ্র সূত্রধর, খোকন কান্তি সাহা, সরবাসটি রায়, সুব্রত পাল, সিদ্ধার্থ শংকর কুণ্ডু, দিবি চন্দ, বাদল চন্দ্র হালদার, মৃণাল কান্তি দে, পঙ্কজ ঘোষ এবং সন্দীপ কুমার সিংহ।
বর্তমানে সহকারী সচিব : পল্লব কুমার ব্যানার্জী, গোপাল কৃষ্ণ পাল, অরুণ কান্তি মজুমদার, সুকান্ত ভট্টাচার্য, ড. অশোক কুমার বিশ্বাস, তপন কুমার চক্রবর্তী, পতিত পবন দেবনাথ, উত্তম কুমার পাল, সুধীর চন্দ্র রায়, কানাই লাল শীল, পরিমল চন্দ্র পাল, প্রতিভা রানী কুণ্ডু, কালচাঁদ সরকার, দীলিপ কুমার দেবনাথ, পাপিয়া ঘোষ, রীনা রানী সাহা, অসীম কুমার কর্মকার, সুদীপ্ত দাস, রাজীব কুমার সরকার, অপর্ণা ভাইডা, রমেন্দ্র নাথ বিশ্বাস, সন্দীপ কুমার সরকার, রাজীব কুমার রায়. মল্লিকা দে, জ্যোতিকা সরকার, শীলবর্তা কর্মকার, সুজন চৌধুরী, ঝুমুর বালা, শঙ্খমালা, উত্তম কুমার দে, অনিন্দিতা রায়, প্রদীপ সিংহ, দেবেন্দ্রনাথ উরন, প্রশ্রান্ত কুমার দাস, মরার্জী দেশাই বর্মণ, শিল্পী রানী রায়, ভাস্কার বিভানাথ বাপ্পী, বিনীতা বিশ্বাস, অপর্ণা দেবনাথ, সুবর্ণা সরকার, সুজীদ হালদার, মৌসুমী সরকার পাখি, রুপালী মণ্ডল, সমর কান্তি বসাক, অমিতাভ পরাগ তালুকদার, পিন্টু ব্যাপারী, উজ্জ্বল কুমার ঘোষ, নমীতা দে, দীপঙ্কর রায়, গৌরাঙ্গ কুমার চৌধুরী, দীপক কুমার রায়, কমল কুমার ঘোষ, দীপঙ্কর রায়, প্রশান কুমার চক্রবর্তী, তুষার কুমার পাল, বিশ্বজিত্ কুমার পাল, প্রভাসু সুমি মৌহান, অনির্বাণ নিয়োগী, মিন্টু চৌধুরী, তন্ময় মজুমদার, বীথি দেবনাথ, শীলু রায়, শম্পা কুণ্ডু, মুকুল কুমার মিত্র, শঙ্কর কুমার বিশ্বাস, অসীম চন্দ্র মল্লিক, বীজন ব্যানার্জী, চিত্রা শিকারী, শিমুল কুমার সাহা, জুতন চন্দ্র, স্নেহাশীষ দাস, নিক্সন বিশ্বাস, মিল্টন চন্দ্র রায়, নির্ঝর অধিকারী, অমিত দেবনাথ, সাসুতি শীল, পরিন্দ্র দেব, আজীন কুমার সরকার, সুমীর বিশ্বাস, পূর্বাণী গোলদার, প্রণতি বিশ্বাস, বিভীষণ কান্তি দাস, পলক কান্তি চক্রবর্তী, ওনমী চক্রবর্তী, বিকাশ বিশ্বাস, জীতেন্দ্র কুমার নাথ, জয়ন্তী রুপা রায়, শতরুপা তালুকদার, রামকৃষ্ণ বর্মণ, কল্যাণ চৌধুরী, ডিবাংসু কুমার সিনহা, সুজতী ধর, মৌসুমী বাইন হিরা, টীনা পাল, সাথী অজিত রায় দাস এবং সাজুতী দেবনাথ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার : সুরেন্দ্র নাথ চক্রবর্তী, অশোক কুমার বিশ্বাস, স্বপন কুমার রায় এবং নারায়ণ দত্ত বর্মা।
উপবিভাগীয় কমিশনার : অমিতাভ সরকার, রামচন্দ্র দাস, মনোজ কান্তি বড়াল, মুকেশ চন্দ্র বিশ্বাস এবং মনীন্দ্র কিশোর মজুমদার।
অতিরিক্ত উপবিভাগীয় কমিশনার : ডা. সুভাস চন্দ্র বিশ্বাস, বিপুল চন্দ্র বিশ্বাস, গোপাল চন্দ্র বিশ্বাস, অঞ্জন চন্দ্র পাল, দীপঙ্কর বিশ্বাস, কালা চন্দ্র সিনহা, অনন্দ্র কুমার বিশ্বাস, প্রভাত চন্দ্র বিশ্বাস, প্রকাশ কান্তি চৌধুরী এবং তার দেবজীত্ সিনহা
উপজেলা নির্বাহী অফিসার : দেবপ্রসাদ পাল, অভিজিত্ রায়, উত্তম কুমার মণ্ডল, সুব্রত কুমার দে, প্রিয়াসিন্ধু তালুকদার, সুব্রত কুমার শিকদার, সুব্রত পাল, অরুণ কুমার মণ্ডল, দুলাল চন্দ্র সূত্রধর, বনানী বিশ্বাস, দেবী চন্দ্র, মৃনাল কান্তি দে, সিদ্ধার্থ সরকার কুণ্ড এবং পঙ্কজ ঘোষ। এছাড়াও নাম না জানা আরও হাজার হাজার সরকারি কর্মকর্তা আছেন।