মোঃ সাইফুর রশিদ চৌধুরী : জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১১:৩০ ঘটিকায় গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এ গনমিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চ ঘাট এলাকায় এসে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। গনমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম।

মিছিল শেষে গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শূরা সদস্য সাবেক জেলা আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল হামিদ, জামায়াতের কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর ও গোপালগঞ্জ ২ আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আজমল হোসেন সরদার প্রমূখ।

সভায় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের সমালোচনা করে গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। এ গনমিছিলে গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিট থেকে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী যোগদান করেন।

এ সভা থেকে আগামী সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহবান জানান হয়।