নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা) : বাগেরহাটের শরণখোলায় বিভিন্ন রাজনৈতিক দল অঙ্গ সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে গণঅভ্যুত্থানে ফ্যাসিস সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ৫ আগস্ট সকাল দশটায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ৩৬ জুলাই পালন করে। উপজেলা রায়েন্দা ইউনিয়নের পাঁচ রাস্তার মোড় থেকে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন এ নেতৃত্বে একটি বর্ণাঢ্য রেলি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে এক পথ সবাই মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা আঞ্জুমান আরা আলো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বাদল, সাউথখালি ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহীদুল আলম লিটন, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া মজিদ।

অপরদিকে উপজেলা বিএনপির সাধারণ সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসহাক আলী নেতৃত্বে বিএনপি’র পাঁচ রাস্তা এলাকার কার্যালয় থেকে একটি মিছিল রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভায় মিলিত হয়।

এছাড়া উপজেলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ ৩৬ জুলাই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী শরণখোলা উপজেলা শাখার আয়োজনে বিকাল ৪:০০ টায় একটি জনসভা রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।