নিজস্ব প্রতিবেদক : “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, গত ৩ আগস্ট, সন্ধ্যায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী অঙ্গ-সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃতরা যথাক্রমে, মাশরিকুল ইসলাম ইমন (৩২), সমীর মৌলিক (৩৫) এবং মোঃ মাহামুদুল হাসান মুনু দেওয়ান (৪৫)।

র্যাব-৪ সিপিসি-২, সাভার ও এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-২, সাভার এর একটি চৌকষ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার অন্যতম সমন্বয়কারী, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইলে চাঞ্চল্যকর সুমন হত্যাসহ একাধিক হত্যা মামলার অন্যতম আসামী এবং নিষিদ্ধ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর এর উপ-আইন বিষয়ক সম্পাদক ও গণ বিশ্ববিদ্যালয় এর সাধারণ সম্পাদক মাশরিকুল ইসলাম ইমন (৩২)’কে গ্রেফতার করে।

র্যাব-৪ সিপিসি-৩, মানিকগঞ্জ ও এজাহার সূত্রে জানা যায়, ০৩ আগস্ট ২০২৫ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪. সিপিসি-৩, মানিকগঞ্জ এর পৃথক দুটি অভিযানে মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন ঘিওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও বিস্ফোরণের অপরাধে তদন্তেপ্রাপ্ত আসামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন যুবলীগের বালিয়াখোড়া ইউনিয়ন সহ-সভাপতি সমীর মৌলিক (৩৫) ও পয়লা ইউনিয়ন সভাপতি মোঃ মাহামুদুল হাসান মুন্নু দেওয়ান (৪৫)’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।