৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন রিয়েলমির

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি মাত্র ৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর আস্থা অর্জন করেছে। অনবদ্য এ অর্জনটি যাচাই করেছে এই খাতের গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট। ২০২১ সালে ১০ কোটি ও ২০২৩ সালে ২০ কোটি ব্যবহারকারীর আস্থা অর্জনের পর দেখা যাচ্ছে যে, রিয়েলমি এর ‘মেইক ইট রিয়েল’ ধারণায় অবিচল থেকে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে।


বিজ্ঞাপন

রিয়েলমি ২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকেই নিজেদের কৌশলগত দর্শনের কেন্দ্রে তরুণদের রেখেছে; একইসাথে, তারা নতুন প্রজন্মের কাছে প্রযুক্তিকে জনপ্রিয় করে তুলতে নেতৃস্থানীয় ব্র্যান্ড হিসেবে কাজ করে যাচ্ছে। গেমিং, ফটোগ্রাফি, আউটডোর কার্যক্রম ও তরুণদের আগ্রহের অন্যান্য নানা কাজে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে ব্র্যান্ডটি নিয়মিত ব্যবহারকারীদের প্রত্যাশাকে অতিক্রম করে যাচ্ছে। পাশাপাশি, এর বিস্তৃত প্রোডাক্ট লাইন বাজেট ও লাইফস্টাইলের মধ্যে সমন্বয় করছে। এর বিশেষ ফ্ল্যাগশিপ জিটি সিরিজ থেকে শুরু করে মিড-রেঞ্জের নাম্বার সিরিজ বা সাশ্রয়ী সি সিরিজ; যাই হোক না কেন, প্রত্যেক তরুণ ব্যবহারকারীই নিজের চাহিদা অনুযায়ী উপযুক্ত ডিভাইসটি খুঁজে পাবেন।


বিজ্ঞাপন

তরুণদের সাথে গভীরভাবে সম্পৃক্ত রিয়েলমি সবচেয়ে সেরা ফোন ব্র্যান্ড হওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের আগ্রহ ও মনোযোগ বাড়াতে ব্র্যান্ডটি ভ্রমণ ও লাইফস্টাইল বিষয়ক লোনলি প্ল্যানেট, অ্যানিমে বিষয়ক ড্রাগন বল অ্যান্ড নারুতো এবং ইস্পোর্টস ফ্রিফায়ারের মতো জনপ্রিয় আইপিগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। রিয়েলমির কাছে তাই ৩০ কোটি ব্যবহারকারীর আস্থা অর্জন করা মানে আসলে ৩০ কোটি আলাদা গল্প।


বিজ্ঞাপন

এদিকে, রিয়েলমির তৈরি করা গ্লোবাল কমিউনিটিতে দেড় কোটিরও বেশি ফ্যান রয়েছেন। ব্র্যান্ডটি এই সক্রিয় কমিউনিটির সাথে সম্পৃক্ত হতে নিয়মিত অনুষ্ঠান আয়োজন করে থাকে। প্রতিবছর, রিয়েলমির প্রতিষ্ঠাবার্ষিকী ২৮ আগস্ট এই ৮২৮ গ্লোবাল ফ্যান ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। গতবছর চীনের শেনঝেনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০০-রও বেশি আন্তর্জাতিক মিডিয়া ও ফ্যান উপস্থিত ছিলেন, যেখানে মাত্র ৪ মিনিটে সম্পূর্ণ চার্জ হতে সক্ষম এমন ৩২০ ওয়াট চার্জিং সল্যুশনের মতো অত্যাধুনিক উদ্ভাবন উন্মোচন করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *