রাবিতে মশাবাহিত রোগ ও প্রতিরোধ কৌশল বিষয়ে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজশাহী শিক্ষাঙ্গন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী)  : আজ বৃহস্পতিবার ৭ আগস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার মশাবাহিত রোগ ও প্রতিরোধ কৌশল বিষয়ে এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে  ৯ টায়  প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত ‘বার্ডেন অব ভেক্টর-বর্ন ডিজিজেজ এন্ড কন্ট্রোল স্টেটেজিজ’ (Burden of Vector-borne Diseases & ControlStrategies) শীর্ষক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর কে এম মোজাফ্ফর হোসেন ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোইজুর রহমান। অনুষ্ঠানে ভেক্টর‌্যাক্ট প্রকল্পের টিম লিড প্রফেসর মো. জালাল উদ্দিন সরদার স্বাগত বক্তব্য রাখেন।


বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানের পর সিম্পোজিয়ামের কারিগরী সেশনে ভেক্টর‌্যাক্ট প্রকল্পের সমন্বয়কারী হাঙ্গেরির ড. গ্যাবর কেমেনেসি ‘মসকুইটোস: হিস্টরি, ডিজিজেজ এন্ড কারেন্ট চ্যালেঞ্জেস’ (Mosquitoes: History, Diseases and Current Challenges)শীর্ষক কিনোট পেপার উপস্থাপন করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *