মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গাজীপুরে সন্ত্রাসীদের হাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে ঐক্যবদ্ধ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

আজ রবিবার ১০ আগস্ট, সকাল ১১ টায় জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাব গোপালগঞ্জ কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কোন নাগরিকই নিরাপদ নয়।

সমাজের বিবেক হিসেবে সাংবাদিকরা চাঁদাবাজি, দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ তুললে তাদের ওপর হামলা, হত্যা ও মামলা হচ্ছে নিয়মিত ঘটনা। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের ক্ষেত্রে অদৃশ্য বাধা কিংবা নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।

সাংবাদিক নেতারা সতর্ক করে বলেন, ধৃত আসামিদের পাশাপাশি যারা এখনো পলাতক রয়েছে এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যের গডফাদারদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অন্যথায় গোপালগঞ্জ থেকেই সারাদেশে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের সূচনা হবে, যার দায়ভার সরকারকেই বহন করতে হবে বলে উল্লেখ করেন।