নিজস্ব প্রতিনিধি (রংপুর) : ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণের লক্ষে আজ সোমবার ১১ আগস্ট, জেলা প্রশাসন , রংপুর জেলা প্রশাসন এবং বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে, আল-আমিন হোটেল এন্ড রেস্টুরেন্ট, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন , মহানগর, রংপুর প্রতিষ্ঠানকে সুইটমিটস (মিষ্টি ) পণ্যের বিএসটিআই গুণগত মান সনদ আছে বলে মিথ্যা তথ্য প্রদান করায় ” বিএসটিআই আইন,২০১৮” এর ৩০/৩০ ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসকের কার্যালয় , রংপুর এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা মারুফা বেগম , ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ নাসির উদ্দিন , পরিদর্শক (মেট্রোলজি)।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের রংপুর’র এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।