নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাস্থ ধানকাঠি ইউনিয়নে নভেল করোনা ভাইরাসে (কেভিট-১৯) কারনে কর্মহীন হয়ে হয়ে পরা হতদরিদ্র শ্রমজীবী ২৪০ জনের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে ধানকাঠি ইউনিয়ন পরিষদ। সোমবার ধানকাঠি ইউনিয়ন পরিষদে এ ত্রাণ কার্যক্রমের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা সমবায় অফিসার রাসেদ আলম। এ সময় সামাজিক দূরত্ব মেনে সকলকে ত্রাণ গ্রহন করতে বলা হয়। ১০কেজি চাউল, ১৪০ টাকা ও ৩৫ জনকে শিশু খাদ্য দুধ, চিনি, সুজি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ধানকাঠির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক পিন্টু, সংরক্ষিত আসনে সদস্য রোকেয়া বেগম, নিপা, মমতাজ বেগম, সদস্য নুরুল আমিন, রফিক, মিলন, মকবুল, জয়নাল, আবুল চৌকিদার, আবুল খা, সুমন। ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ বাহিনি ত্রাণ বিতরণ কালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।