ফরিদপুরের  চরভদ্রাসনে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৫ এর শুভ  উদ্বোধন

Uncategorized খেলাধুলা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ ফুটবল বিশেষ প্রতিবেদন সারাদেশ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি  : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত “উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর উদ্বোধনীয় অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে বর্ণিল এ আয়োজনের শুভ সূচনা ঘটে।


বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যাবেদ হোসাইন, চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ রজিউল্লাহ খান, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, বদরুজ্জামান মৃধা ও জাহাঙ্গীর বেপারী।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদন দেওয়া এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে গাজিরটেক ইউনিয়ন একাদশ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চরঝাউকান্দা ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে উড়িয়ে সে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে টানটান উত্তেজনাপূর্ণ খেলা গড়ায় ট্রাইবেকারে অবশেষে চরহরিরামপুর ইউনিয়ন একাদশ ৪-২ গোলে চরভদ্রাসন সদর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।


বিজ্ঞাপন

মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন এবং দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো চরভদ্রাসন সরকারি কলেজ মাঠ মুখরিত ছিল। রেফারি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেন। টুর্নামেন্টের পরবর্তী খেলা নিয়মিত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *