এই চৈত্রে

সাহিত্য

  • মজনু মিয়া

    মির্জাপুর,টাংগাইল

থমথমে আকাশ আর কালো মেঘের গর্জন
বসন্তের কলঙ্ক এ মাস চৈত্রের অর্জন।

ফুল পাখি বাড়ায় সুখ চৈত্র করে তার শেষ
ফুরিয়ে গিয়েও রয়ে যায় কিছু তার রেশ।

পাতায় পাতায় ঘষা লেগে ধরে আগুন
পুড়ে শেষ করে হায়! বসন্তর সে ফাগুন।

ধুলা বালি পথ ঘাট গাছ পাতায় রয় মেখে
ঝরে পড়ে পুরোনো পাতা শোক দেখে!

খড়গ হাতে চৈত্রের মেঘ ঝড় আসে ছুটে
বাড়ি ঘর সব কিছু হায়! দিয়ে যায় টুটে।


Leave a Reply

Your email address will not be published.