ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফীকে আগুনে পুড়িয়ে হত্যাকান্ডের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শনিবার বেলা ১১টার থেকে শুরু হওয়া এ বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করে ঘাতকদের বিচারের দাবিতে শ্লোগান তুলে।
বিক্ষোভকারীরা বলেন, আমার বোন কবরে, ঘাতক কেন বাহিরে। নুসরাতের খুনিদের, ফাঁসি চাই,দিতে হবে।
বিক্ষোভ কর্মসূচির অন্যতম আয়োজক নোমান বলেন, প্রতিদিন কোথাও না কোথাও নারী ও শিশুরা খুন, ধর্ষণের শিকার হচ্ছেন। কিন্তু এউ নরপশুদের বিচার না হওয়ায় এই মহামারী যেন থামছে না। তাই আমরা আর কোন নুসরাতের পরিণতি চাই না। অনতিবিলম্বে নুসরাতের ঘাতকদের আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে।
বাংলা বিভাগের শিক্ষার্থী নওশাদ বলেন, আমরা কোনো ধরনের নারী হেনস্তা ও ধর্ষণ কামনা করি না। আজ যুবসমাজ সচেতন হয়েছে, প্রত্যেকটি ধর্ষণের সুষ্ঠু বিচার ও ফাঁসির আবেদন জানাচ্ছি।
পরে তারা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাইন্সল্যাব ঘুরে নীলক্ষেত মোড় ঘুড়ে ঢাকা কলেজের সামনে এসে শেষ হয়।