জেএমবির সামরিক শাখার কমান্ডার গ্রেফতার

অপরাধ

 

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-১৩, এর জঙ্গি সেলের একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং ০৭/১১/২০১৮ তারিখ দিবাগত রাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন রেল কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ জঙ্গি ও জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখার কমান্ডার মোঃ রাহাত হোসেন, পিতা মোঃ মোকাররম হোসেন, সাং- মুনশিপাড়া, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর কে গ্রেপতার করা হয় এবং তার হেফাযত হতে ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড পিস্তলের গুলি, বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাৎক্ষনিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত জঙ্গি রাহাত জানায় যে, তার অন্যতম সহযোগী ও শীর্ষ জঙ্গী মোঃ রিয়াজুল ইসলাম (৩০) এর নিকট আরও অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদ রয়েছে। জঙ্গী রাহাত এর তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী খানাধীন রানীগঙ্জ গুড়িয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে জেএমবির শীর্ষ জঙ্গী সদস্য মোঃ রিয়াজুল ইসলাম (৩০), পিতা-মৃত গোমির উদ্দিন, সাং- রানীগঞ্জ গুড়িয়াপাড়া, থানা- কোতয়ালী, জেলা-দিনাজপুর কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে ০২ টি বিদেশী পিস্তল ও ৩০ রা্উন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্গাসাবাদে গ্রেফতারকৃত জঙ্গিরা জানায় যে, তারা প্রায় ৮/৯ বছর যাবৎ গোপনে জেএমবির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং বিভিন্ন নাশকাতামুলক কর্মকান্ডের পরিকল্পনা করিছিল। জঙ্গী সংগঠনে তরুণদের উদ্বুদ্ধকরণ, নতুন জঙ্গী সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহিত অর্থ দ্বারা অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকান্ডে তারা লিপ্ত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত জঙ্গীদের তথ্যমতে তারা রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় তাদের একাধিক নাশকতার পরিকল্পনা ছিল। তাদের সংগঠনের সাথে জড়িত অন্যান্যদের ব্যাপারে গোপন অনুসন্ধান চলছে।


বিজ্ঞাপন