সাতক্ষীরায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সারাদেশ

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘৭১’র স্বাধীনতা এসেছিল মুজিবনগর সরকারের মাধ্যমে।জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের মাধ্যমে বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে।২৫ মার্চের কালরাতের মধ্য দিয়ে শুরু পাকিস্তানিদের সাথে বাঙ্গালীর মুক্তিযোদ্ধা।সুদীর্ঘ নয়মাসের সংগ্রামে এদেশ পায় স্বাধীনতা।তাইতো আজ আমরা স্বাধীন রাষ্ট্র।বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়ে আছি।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু,সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ ইমাম,সরকারি বালিকা বিদ্যালয় মারজান বিনতে আমিনুল্লাহ ও সাতক্ষীরা আলিয়া মাদ্রার মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন,সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নকিবুল হাসান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সনজীব কুমার দাস,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মহসিন আলি, নবারুল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপি,নবারুন স্কুল সভাপতি মো. আমিনুর রহমান উল্লাস পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মমিনুল ইসলাম, নব জীবন পলিটেকনিক ইনিষ্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ আবদুল জলিল ও গীতা পাঠ করেন এড. দিলীপ কুমার দে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিলটন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *