ভারতে ৪৮ ঘণ্টায়র ঝড়ে ৬৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক

বজ্রপাতসহ ধূলিঝড়ে ভারতের বিভিন্ন রাজ্যে ৪৮ ঘণ্টায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। যার বেশিরভাগই রাজস্থান ও মধ্যপ্রদেশে। খরটি জানিয়েছেন দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।


বিজ্ঞাপন

সংবাদ মাধ্যমগুলো বলছে, বেশিরভাগই মারা গেছেন বজ্রপাত, ঝড়ে গাছ পড়ে ও বিদ্যুতায়িত হয়ে। এর মধ্যে রাজস্থানে ২৫ জন, মধ্যপ্রদেশে ২১ জন, গুজরাটে ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ে ফলস নষ্ট, প্রচণ্ড বৃষ্টির সঙ্গে শিলা পড়ার খবর জানা গেছে মধ্যপ্রদেশ, পাঞ্জাবসহ আশপাশের এলাকা থেকে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে গুজরাটে এতো সংখ্যক মানুষের মৃত্যুর খবরে শোক জানিয়ে এক টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন

গত সোমবার (১৫ এপ্রিল) থেকে শুরু হওয়া বৈরী আবহাওয়া বুধবার (১৭ এপ্রিল) দিনভর অব্যাহত থাকার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। আবহাওয়া বৈরী হওয়ায় বাতিল করা হয়েছে বিভিন্ন রাজ্যের ফ্লাইট।


বিজ্ঞাপন

আবর সাগরের আর্দ্রতার সঙ্গে পূর্ব বঙ্গোপসাগরের ঢেউয়ের সংঘর্ষের ফলে প্রকৃতিতে এ অস্থিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। একইসঙ্গে দ্রুতই আবহাওয়ার উন্নতির ইঙ্গিতও দেওয়া হয়েছে।

👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *