আজকের দেশ ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ‘ট্রাফিক পক্ষ ২০২০ খ্রিঃ’ উপলক্ষে অদ্য ৩রা ডিসেম্বর ২০২০ খ্রিঃ কুমারগাও বাস স্ট্যান্ডে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ। টিআই প্রশাসন বদিউল আমিন চৌধুরীর সঞ্চালনায় উক্ত সচেতনতা সভায় আরো উপস্থিত ছিলেন জনাব জ্যোতির্ময় সরকার পিপিএম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক), নির্মূলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ কমিশনার জালাবাদ থানা, আবুল খয়ের সহকারী পুলিশ কমিশনার(ট্রাফিক উত্তর), আশিদুর রহমান সহকারী পুলিশ কমিশনার(ট্রাফিক দক্ষিণ) , মুহিবুর রহমান, পুলিশ পরিদর্শক(শহর ও মোটরযান), হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (শহর ও মোটরযান) মাহবুব রব্বানী,বিআরটিএ মোটরযান পরিদর্শক, সিলেট-সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান, সভাপতি সিলেট সুনামগঞ্জ মোটর মালিক গ্রুপ হাজী আব্দুর রহিম, শ্রমিক নেতা ফখরুল ইসলাম, টুকের বাজার ইউনিয়ন পরিষদ সদস্য গিয়াস উদ্দিন প্রমুখ
এছাড়াও ট্রাফিক পক্ষ ২০২০খ্রিঃ উপলক্ষে সিলেট মহানগরী এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরানোর ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত ডিউটির পাশাপাশি ৬টি চেকপোস্টের মাধ্যমে ৫১টি যানবাহন আটক যার মধ্যে ১২টি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা রয়েছে ও ৪৭টি প্রসিকিউশন দাখিল করা হয়।
নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে।