ঈদে ট্রেনের টিকিট মিলবে রাজধানীর ৬ স্থানে

এইমাত্র জাতীয়

ঈদে রাজধানীর পাঁচ স্থান এবং গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের টিকিট কাটা যাবে বলে আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।


বিজ্ঞাপন

এ ব্যাপারে রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ফুলবাড়িয়া, মিরপুর, কমলাপুর, বিমানবন্দর রেলস্টেশন ও গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের টিকিট কাটা যাবে।’


বিজ্ঞাপন

আজ বিকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

এ সময় রেলমন্ত্রী আরও বলেন, ‘আগামী ২৮ এপ্রিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলের টিকিট কাটার নতুন অ্যাপস উদ্বোধন করা হবে। অ্যাপসের মাধ্যমে ঘরে বসে ৫০ শতাংশ টিকিট কাটা যাবে। বাকি ৫০ শতাংশ কাউন্টার থেকে কাটতে হবে।’

এদিকে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ চালুর বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘২৫ এপ্রিল ট্রেনটি রাজশাহী থেকে উদ্বোধন করা হবে। ট্রেনের উদ্বোধনী যাত্রায় বিনা টিকিটে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এরপর ২৭ এপ্রিল থেকে নিয়মিত ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলবে ট্রেনটি।’

এ ব্যাপারে তিনি জানান, ঈদের আগেই ঢাকা-পঞ্চগড় রুটে কম বিরতি দিয়ে একটি নতুন ট্রেন চালু করা হবে। আর ঈদের পর ঢাকা-বেনাপোল রোডে আরেকটি নন-স্টপ ট্রেন চালু করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *