নুসরাত হত্যায় জড়িতরা কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এইমাত্র জাতীয়

ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের বিচার দাবিতে দেশব্যাপী মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের সম্পৃক্ততা খতিয়ে দেখার দাবি জানান বক্তারা।


বিজ্ঞাপন

এদিকে নুসরাত হত্যার ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে গত ১০ এপ্রিল থেকে ১৯ এপ্রিল। ভয়াবহ নৃশংসতায় ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি নিহতের সময় বাড়ছে দিনে দিনে।

এদিকে দেশব্যাপী প্রতিবাদের ঝড় বাড়ছে প্রতিদিন। রাজধানীসহ সারা দেশে সব স্তরের মানুষ দাঁড়াচ্ছেন একই কাতারে। দাবি একটাই। ঘৃণ্যতম এ ঘটনার অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি দাঁড় করান।

আজ ১৯ এপ্রিল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেন শতাধিক নাগরিক। নুসরাত হত্যায় জড়িতদের বিচার দ্রুত সময়ে শেষ করার আহ্বান জানিয়ে ঘরে এবং বাইরে নারীদের নিরাপদে অবস্থান নিশ্চিত করার আহবান জানান বক্তারা।

এর আগে আজ সকালে নওগাঁর সরিষাহাটি মোড়ে মানববন্ধনে নুসরাত হত্যায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

তাছাড়া গাইবান্ধায় শহরের ট্রাফিক মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়।

এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, হত্যায় জড়িতরা কেউ ছাড় পাবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *