জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্ঘটনাকালে অগ্নি-নির্বাপণে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবনসহ বিভিন্ন স্থানে অগ্নি- দুর্ঘটনা প্রতিরোধমূলক এ মহড়ার সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ডাক্তার ইয়াকুব আলী মোড়ল।জন সচেতনতামূলক মহড়া পরিচালনা করেন সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ইনচার্জ গোলাম মোস্তফা। এসময় উপস্থিত পৌর কাউন্সিলর সাজু মিঞা, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মচারি, ফায়ার সার্ভিস ষ্টেশনের অন্যান্য কর্মচারি, স্থানীয় জনসাধারণ।
অগ্নি প্রতিরোধে সচেতনতামূলক সহড়া শেষে সাংবদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে ষ্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, উপজেলাটির পাড়া- গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় ৮শ লিটার পানিবাহী এ গাড়িটি কোন কোন পাড়া- গ্রামে যাওয়া যায় না। তাই, দ্বিতীয় কলগাড়ি ও জনবলসহ এই ষ্টেশনটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা দরকার।