উত্তরণ’র ‘অপ্রতিরোধ্য’ প্রকল্প অবহিতকরণ সভায় জেলা প্রশাসক প্রকৃত ভূমিহীন চিহ্নিতকরণ ও ভূমিহীনদের মাঝে খাস জমি বন্টন করা হবে

সারাদেশ

ইব্রাহিম খলিল: বৈষম্যহীন ও নিপীড়িত মানুষের অধিকার বৃদ্ধি এবং সরকারি খাস সম্পত্তি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টনের সহযোগিতা ও সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করণের লক্ষে সাতক্ষীরায় উত্তরণ’র ‘অপ্রতিরোধ্য’ প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি বলেন, ‘বেসরকারি এনজিও সংস্থা ‘উত্তরণ’ দীর্ঘদিন এ জেলায় কাজ করে যাচ্ছে। তাদের কার্যক্রম ইতিবাচক বলে আমার মনে হয়েছে। ‘অপ্রতিরোধ্য’ প্রকল্পের মাধ্যমে আশাশুনি উপজেলায় ভূমিহীন চিহ্নিতকরণ ও প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি বন্টন করা হবে। যাতে দারিদ্র মানুষের জীবন-জীবিকার মান উন্নয়ন হয়। সাতক্ষীরা জেলায় ভূমিহীনদের সংখ্যা অনেক বেশি, আবার ভূমি দস্যুদের সংখ্যাও কম নয়। সর্বপরি এ প্রকল্প বাস্তবায়িত হলে ভূমিহীন পরিবারগুলো সুবিধা ভোগ করবে। উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের সকল কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।’ অপপবংং ঃড় ঢ়ঁনষরপ ৎবংড়ঁৎপবং ধহফ ড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং ঃড় রহপৎবধংব ঃযব ৎরমযঃ ড়ভ ঃযব ফরংপৎরসরহধঃবফ যরহফবৎবফ ধহফ ড়ঢ়ঢ়ৎবংংবফ শীর্ষক মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের ‘অপ্রতিরোধ্য’ প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, এনটিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, এটিএন বাংলা ও সমকাল’র জেলা প্রতিনিধি এম. কামরুজ্জামান, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিম, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, আশাশুনি উপজেলা ভূমি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্ল্যা, দেবহাটা উপজেলা ভূমি কমিটির সভাপতি আমজাদ হোসেন, ওহাব আলী সরদার, আলীনুর খান বাবলু প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, দৈনিক কাফেলার মফস্বল বার্তা সম্পাদক এম রফিক, দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান,সাংবািদিক ইব্রাহিম খলিল উত্তরণের লিগ্যাল এডভাইজার মুনিরুদ্দীন, সহকারী সমন্বয়কারী বিলকিস, ম্যানেজার সেলিম আহমেদ, শফিকুল ইসলাম প্রমুখ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *