“সাহিত্য রস প্রকাশনী” থেকে অমর একুশে বই মেলা ২০২০ উপলক্ষে কয়েকটি বিভাগে পান্ডুলিপি প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করেন শতাধিক লেখক লেখিকা। ২৩শে এপ্রিল মঙ্গলবার শিশুতোষ গল্প,ছোটগল্প,কবিতা/ছড়া, উপন্যাস, প্রবন্ধ,কিশোর গল্প বিভাগের ফলাফল ঘোষণা করা হয় ।
ফলাফল ঘোষণার সময় প্রকাশক বিন আরফান বলেন, প্রায় দুই লক্ষ টাকা বাজেটের বই ফ্রি প্রকাশের ঘোষণা দিলাম। বিন আরফান ওয়ান পিছই। আমি গোটা সিস্টেম বদলাবোই। যে যতই প্রবাকাণ্ড করে করুক।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
ফলাফল যথাক্রমেঃ
শিশুতোষ গল্প= তুতুলের বিকেলগুলো : প্রজ্ঞা মৌসুমী (প্রবাসী বাংলাদেশী)
ছোটগল্প= বায়ান্ন বাজার তেপ্পান্ন গলি : আমনি উল্লাহ আখতার (কানাইঘাট, সিলেট)
কবিতা/ছড়া= নূপুর পায়ে বর্ষা : তোফায়েল তফাজ্জল (ভালুকা, ময়মনসিংহ)
উপন্যাস= আবুল মাস্টারের গল্প : সালেহ মাহমুদ ( ঢাকা)
প্রবন্ধ= সোনালী দিনের স্বপ্ন : আজহার মাহমুদ (চট্টগ্রাম)
ছোটগল্প= প্রপোজাল ৪২০ : তুফান মাজহার খান (ডেমরা, ঢাকা)
কবিতা/ছড়া= ছড়ার হাটে খুকি হাঁটে-২ : হুমায়ুন আবদি (শ্রীপুর, গাজীপুর)
কিশোর গল্প= তোমাকে অভিবাদন : আবুল কালাম আজাদ (তেজকুনি পাড়া, ঢাকা)
শর্ত: লেখকের ২০০ কপি বই প্রকাশ করা হবে। এককপি সৌজন্য কপি দেয়া হবে, যা বইমেলা থেকে ২১ ফেব্রুযারি ২০২০ তারিখে সংগ্রহ করতে হবে। গ্রন্থস্বত্ত্ব হবে লেখক ও প্রকাশক। যদি কারো বই ২০০ কপি বিক্রি সম্পন্ন হয়, পরবর্তী বইমেলায় তার বই ফ্রি প্রকাশ করা হবে।