অমর ২১শে বইমেলা ২০২০ উপলক্ষ্যে “সাহিত্য রস প্রকাশনী’র পাণ্ডুলিপি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

সাহিত্য

“সাহিত্য রস প্রকাশনী” থেকে অমর একুশে বই মেলা ২০২০ উপলক্ষে কয়েকটি বিভাগে পান্ডুলিপি প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করেন শতাধিক লেখক লেখিকা। ২৩শে এপ্রিল মঙ্গলবার শিশুতোষ গল্প,ছোটগল্প,কবিতা/ছড়া, উপন্যাস, প্রবন্ধ,কিশোর গল্প বিভাগের ফলাফল ঘোষণা করা হয় ।


বিজ্ঞাপন

ফলাফল ঘোষণার সময় প্রকাশক বিন আরফান বলেন, প্রায় দুই লক্ষ টাকা বাজেটের বই ফ্রি প্রকাশের ঘোষণা দিলাম। বিন আরফান ওয়ান পিছই। আমি গোটা সিস্টেম বদলাবোই। যে যতই প্রবাকাণ্ড করে করুক।

ফলাফল যথাক্রমেঃ
শিশুতোষ গল্প= তুতুলের বিকেলগুলো : প্রজ্ঞা মৌসুমী (প্রবাসী বাংলাদেশী)

ছোটগল্প= বায়ান্ন বাজার তেপ্পান্ন গলি : আমনি উল্লাহ আখতার (কানাইঘাট, সিলেট)

কবিতা/ছড়া= নূপুর পায়ে বর্ষা : তোফায়েল তফাজ্জল (ভালুকা, ময়মনসিংহ)

উপন্যাস= আবুল মাস্টারের গল্প : সালেহ মাহমুদ ( ঢাকা)

প্রবন্ধ= সোনালী দিনের স্বপ্ন : আজহার মাহমুদ (চট্টগ্রাম)

ছোটগল্প= প্রপোজাল ৪২০ : তুফান মাজহার খান (ডেমরা, ঢাকা)

কবিতা/ছড়া= ছড়ার হাটে খুকি হাঁটে-২ : হুমায়ুন আবদি (শ্রীপুর, গাজীপুর)

কিশোর গল্প= তোমাকে অভিবাদন : আবুল কালাম আজাদ (তেজকুনি পাড়া, ঢাকা)

শর্ত: লেখকের ২০০ কপি বই প্রকাশ করা হবে। এককপি সৌজন্য কপি দেয়া হবে, যা বইমেলা থেকে ২১ ফেব্রুযারি ২০২০ তারিখে সংগ্রহ করতে হবে। গ্রন্থস্বত্ত্ব হবে লেখক ও প্রকাশক। যদি কারো বই ২০০ কপি বিক্রি সম্পন্ন হয়, পরবর্তী বইমেলায় তার বই ফ্রি প্রকাশ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *