নিজস্ব প্রতিনিধি : খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানালেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম সকল খ্রীষ্টান ধর্মীয় সম্প্রদায়ের প্রতি বড়দিনের শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা উপহার প্রেরণ করেন। এসময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সমন্বয়ে একটি অসম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।