রাজশাহীতে ১০ পুলিশ বরখাস্ত

অপরাধ রাজশাহী

নিজস্ব প্রতিনিধি : জুয়া খেলা, মাদক সেবনসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীতে পুলিশের ১০ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশের আট ও জেলা পুলিশের দুই সদস্য রয়েছে।


বিজ্ঞাপন

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, বুধবার গভীর রাতে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের একটি কমিউনিটি সেন্টারের দোতলায় জেলা ও মহানগর পুলিশের ৮ সদস্য জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন করছিলেন। এসময় বোয়ালিয়া থানা পুলিশ খবর পেয়ে তাদের আটক করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে।


বিজ্ঞাপন

বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এদের মধ্যে ২জন রাজশাহী মহানগর পুলিশের হাবিলদার, ৪ জন কনস্টেবল ও জেলা পুলিশের কনস্টেবল দুজন।

এছাড়া অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বোয়ালিয়া মডেল থানার এএসআই বকুল হোসেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।